খড়ার (পশ্চিম মেদিনীপুর), 7 ডিসেম্বর:আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কিত জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ ৷ একইসঙ্গে, প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) আওতায় একই পরিবারের কেবলমাত্র একজনকে বেআইনিভাবে প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ অভিযোগকারীর দাবি, 144 ধারা উপেক্ষা করে দাঁড়িয়ে থেকে ওই বাড়ির ছাদ ঢালাই করিয়েছেন এলাকার কাউন্সিলর ৷ সুবিধাপ্রাপ্ত ব্যক্তি তৃণমূলের ওই কাউন্সিলরের ঘনিষ্ঠ হওয়াতেই একের পর এক নিয়ম ভাঙা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷ পালটা মানবিকতার তত্ত্ব খাড়া করছেন অভিযুক্ত কাউন্সিলর ! পশ্চিম মেদিনীপুরের খড়ার পৌরসভা (Kharar Municipality) এলাকার ঘটনা ৷
স্থানীয় বাসিন্দা তারকনাথ দাস জানিয়েছেন, তাঁরা তিন ভাই ৷ এছাড়াও রয়েছেন এক বোন ও তাঁর ছেলে ৷ তারকনাথের বাবা যে বসত ভিটে ও জমি রেখে গিয়েছেন, তা সমান চারভাগ করে দেওয়ার দাবি তুলছেন তিনি ৷ কিন্তু, তাঁর মেজো ভাই এই ভাগাভাগি মানতে রাজি নন বলে দাবি করেছেন তারকনাথ ৷ এমনকী, এ নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে ৷ কিন্তু, সেই মামলার এখনও মীমাংসা হয়নি ৷ ইতিমধ্যে, বিতর্কিত ওই শরিকি জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির টাকা পান কেবলমাত্র তারকনাথের মেজো ভাই ! এটা কীভাবে সম্ভব হল, সেই প্রশ্ন তুলে এককাট্টা হয়েছেন তারকনাথ, তাঁর ছোট ভাই এবং একমাত্র ভাগ্নে ৷ আদালত বিতর্কিত জমিটিতে 144 ধারা জারি করেছে ৷ সেইসঙ্গে, যেকোনও রকমের নির্মাণের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে ৷ কিন্তু, সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই ওই বাড়ির কাজ শুরু করা হয় এবং কাউন্সিলরের উপস্থিতিতে ছাদ ঢালাইও করা হয় !