পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pradhan Mantri Awas Yojana: 'মানবিকতার স্বার্থে' উপেক্ষিত আদালতের নির্দেশ ! 'বেআইনি নির্মাণে' অভিযুক্ত কাউন্সিলর - পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের খড়ার পৌরসভা (Kharar Municipality) এলাকায় আদালতের নির্দেশ উপেক্ষা করে বাড়ি তৈরির অভিযোগ ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) আওতায় বেআইনি নির্মাণ করা হয়েছে বলে দাবি স্থানীয় এক বাসিন্দার ৷ কাঠগড়ায় এলাকার তৃণমূল নেতা তথা কাউন্সিলর ৷

alleged illegal construction under Pradhan Mantri Awas Yojana in Kharar Municipality area
Pradhan Mantri Awas Yojana: 'মানবিকতার স্বার্থে' উপেক্ষিত আদালতের নির্দেশ ! 'বেআইনি নির্মাণে' অভিযুক্ত কাউন্সিলর

By

Published : Dec 7, 2022, 1:35 PM IST

খড়ার (পশ্চিম মেদিনীপুর), 7 ডিসেম্বর:আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কিত জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ ৷ একইসঙ্গে, প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) আওতায় একই পরিবারের কেবলমাত্র একজনকে বেআইনিভাবে প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ অভিযোগকারীর দাবি, 144 ধারা উপেক্ষা করে দাঁড়িয়ে থেকে ওই বাড়ির ছাদ ঢালাই করিয়েছেন এলাকার কাউন্সিলর ৷ সুবিধাপ্রাপ্ত ব্যক্তি তৃণমূলের ওই কাউন্সিলরের ঘনিষ্ঠ হওয়াতেই একের পর এক নিয়ম ভাঙা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷ পালটা মানবিকতার তত্ত্ব খাড়া করছেন অভিযুক্ত কাউন্সিলর ! পশ্চিম মেদিনীপুরের খড়ার পৌরসভা (Kharar Municipality) এলাকার ঘটনা ৷

সরকারি প্রকল্প বাস্তবায়নে আইন ভাঙার অভিযোগ ৷

স্থানীয় বাসিন্দা তারকনাথ দাস জানিয়েছেন, তাঁরা তিন ভাই ৷ এছাড়াও রয়েছেন এক বোন ও তাঁর ছেলে ৷ তারকনাথের বাবা যে বসত ভিটে ও জমি রেখে গিয়েছেন, তা সমান চারভাগ করে দেওয়ার দাবি তুলছেন তিনি ৷ কিন্তু, তাঁর মেজো ভাই এই ভাগাভাগি মানতে রাজি নন বলে দাবি করেছেন তারকনাথ ৷ এমনকী, এ নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে ৷ কিন্তু, সেই মামলার এখনও মীমাংসা হয়নি ৷ ইতিমধ্যে, বিতর্কিত ওই শরিকি জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির টাকা পান কেবলমাত্র তারকনাথের মেজো ভাই ! এটা কীভাবে সম্ভব হল, সেই প্রশ্ন তুলে এককাট্টা হয়েছেন তারকনাথ, তাঁর ছোট ভাই এবং একমাত্র ভাগ্নে ৷ আদালত বিতর্কিত জমিটিতে 144 ধারা জারি করেছে ৷ সেইসঙ্গে, যেকোনও রকমের নির্মাণের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে ৷ কিন্তু, সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই ওই বাড়ির কাজ শুরু করা হয় এবং কাউন্সিলরের উপস্থিতিতে ছাদ ঢালাইও করা হয় !

আরও পড়ুন:সরকারি আবাস যোজনার সার্ভে করতে গিয়ে হুমকির শিকার আশাকর্মীরা, দ্বারস্থ বিডিও-র

এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা তথা স্থানীয় কাউন্সিলর অদ্যুৎ মণ্ডল ৷ বেআইনি কাজের সাফাই দিতে গিয়ে পালটা মানবিকতার তত্ত্ব খাড়া করেছেন তিনি ৷ অদ্যুৎ বলেন, ছাদ ঢালাই না হলে টাকা ফিরে যেত ৷ তাই দাঁড়িয়ে থেকেই ঢালাই করাতে হল ! অদ্যুতের বক্তব্য, যে ব্যক্তি আবাস যোজনার টাকা পেয়েছেন, তাঁর বাকি দুই ভাই এবং ভাগ্নেও একই প্রকল্পের সুবিধা দাবি করছেন ৷ কিন্তু, একই বাড়িতে এতজনকে প্রকল্পের সুবিধা দেওয়া সম্ভ নয় ৷ প্রশ্ন হল, তাহলে অবিভক্ত জমিতে এক ভাই কীভাবে সরকারি প্রকল্প পেলেন ? এর কোনও জবাব কাউন্সিলরের কাছে পাওয়া যায়নি ৷ তাঁর আরও দাবি, ভবিষ্যতে বাকি তিন ভাগীদারকেও আবাস যোজনার প্রকল্পের টাকা পাইয়ে দেবেন ! অথচ, তিনিই বলছেন, এক ঠিকানায় একাধিক ব্যক্তি সুবিধা পেতে পারেন না ! ফলে কাউন্সিলের বক্তব্য়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে ৷

এই বিষয়ে খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলুইকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সবদিক খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন ৷ যদিও স্থানীয় সিপিএম নেতা দেবব্রত রায়ের বক্তব্য হল, সরকারি প্রকল্পের আওতায় এলাকার সর্বত্রই দুর্নীতি হচ্ছে ৷ আর সবটাই হচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেসের মদতে !

ABOUT THE AUTHOR

...view details