মেদিনীপুর, 15 জুলাই: বিজেপির পোলিং এজেন্ট হওয়ার অপরাধ ৷ প্রথমে মারধর ৷ তারপর জোর করে মূত্র খাওয়ানোর অভিযোগ উঠল শাসক দলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের এই ঘটনায় গেরুয়া শিবিরের অভিযোগ অবশ্য পত্রপাঠ খারিজ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জেলা সভাপতি ন্যক্কারজনক ঘটনাটিকে গ্রাম্য বিবাদের তকমা দিয়েছেন ৷ তবে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
গোয়ালতোড় থানার মাইতা এলাকায় এক বিজেপি কর্মী পঞ্চায়েত নির্বাচনে পোলিং এজেন্টের দায়িত্ব সামলেছেন ৷ ভোটপর্ব মিটতেই শাসকদলের আক্রোশ গিয়ে পড়ে তাঁর উপর ৷ নির্যাতিত বিজেপি প্রার্থী অভিযোগ করে বলেন, "গত বৃহস্পতিবার দুপুরবেলায় আমাকে তৃণমূলের কয়েকজন কর্মী কথা বলার জন্য ডেকে নিয়ে যায় ৷ আমি প্রথমে যেতে চাইনি ৷ তখন তাঁরা কিছুক্ষণের জন্য বাইরে আসতে বলে ৷ আমি বেরোতেই দু'জন তৃণমূল কর্মী আমাকে ধরে তাদের পার্টি অফিসের পাশে এক জায়গায় নিয়ে যায় ৷ তারপরেই তারা প্রশ্ন কেন আমি পোলিং এজেন্ট হয়েছিলাম? কেন এই পার্টি করছি ?"
নির্যাতিত বিজেপি প্রার্থী আরও বলেন, "এরপরেই তাঁরা আমাকে মারধর করতে শুরু করে ৷ আমি পড়ে যাই ৷ তারপর আমাকে জিজ্ঞাসাক করে জল খাব কি না ৷ আমি হ্যাঁ বলতেই, রাস্তার নোংরা জল নিয়ে এসে ৷ পাশাপাশি একটা গ্লাসে করে মূত্র নিয়ে আসে ৷ আমাকে খাওয়ানোর চেষ্টা করে ৷ আমি খেতে না-চাইলে আমাকে আবার মারধর করে এবং গ্লাসের মূত্র আমার নাকে মুখে ছিটিয়ে দেয় ৷"
যদিও বিজেপি কর্মীকে মূত্র খাওয়ানোর অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির তৃণমূল। জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, "যে ধরনের অভিযোগ আপনারা করছেন, তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। যদি এরকম কোনও ঘটনা ঘটে, তাহলে নির্যাতিত বিজেপি কর্মীকে বলব, থানায় অভিযোগ করতে। যদি এই ঘটনা ঘটে থাকে তবে আমি খতিয়ে দেখব। এটা গ্রাম্য বিবাদও হতে পারে ৷"