রাধাবল্লভপুর, 13 মার্চ : বিজেপি পার্টি করায় হিমঘরের এক অস্থায়ী কর্মীকে কাজে যোগ দিতে মানা করল মালিক পক্ষ । শাসকদলের চাপের কারণেই নাকি এহেন সিদ্ধান্ত ৷ এমনই অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা (Chandrakona News) থানার রাধাবল্লভপুর এলাকার মহাপ্রভু হিমঘরের এক অস্থায়ী কর্মীর ।
প্রতিবছরই এই সময় অস্থায়ী কর্মী হিসাবে মহাপ্রভু হিমঘরে কাজ করে আসছেন রাধাবল্লভপুর এলাকার বাসিন্দা ধনঞ্জয় পন্ডা ৷ বর্তমানে তিনি বিজেপির চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডলের যুব মোর্চার সভাপতি পদে রয়েছেন । তাঁর অভিযোগ, কয়েকবছর ধরে আলুর তোলার এই সময়ে মহাপ্রভু হিমঘরে দৈনিক পারিশ্রমিক হিসাবে অস্থায়ী কর্মীর কাজ করে আসছি । এ বছরও প্রথম দিন কাজে যোগ দিই ৷ কিন্তু তারপর মালিকপক্ষ থেকে ফোন করে বলা হয় তুমি বিজেপি করো, তা নিয়ে শাসকদলের চাপ রয়েছে । তাই বিজেপির কোনও ছেলেকে কাজে নেওয়া যাবে না ৷ এমনকি কাজে আসতেও বারণ করা হয় ৷
আরও পড়ুন :Allegation Against TMC Leader : জবকার্ড পাইয়ে দিতে বিজেপি কর্মীকে দলবদলে চাপ, মালদায় অভিযুক্ত তৃণমূল নেতা
এই বিষয়ে মহাপ্রভু হিমঘর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া চাইতে গেলে বেশ বিরক্তির সঙ্গে ম্যানেজার দিবাকর ধাওয়া বলেন, "প্রভাকর ধাওয়া ফোন করেছিল ৷ আমরা তাকে কাজে নেব না বলে দিয়েছি ৷ আর কিছু বলতে পারব না ৷"
বিজেপি করায় কাজে না নেওয়ার অভিযোগ চন্দ্রকোনায় যদিও এই বিষয়ে দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির (Chandrakona INTTUC) ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি নয়ন গোস্বামী বলেন, "এরকম কোনও ঘটনার খবর আমাদের কাছে এখনও আসেনি । এ বিষয়ে আমাদের কিছু জানা নেই । আমরা যেহেতু শ্রমিক সংগঠন করি তাই আমাদের কাছে কে বিজেপি করে কে তৃণমূল করে তা কোনও বিষয় নয় ৷ আমরা সবাইকে শ্রমিক হিসাবেই মনে করি । শ্রমিক বা মালিক কারওর যদি কাজ করতে কোনও অসুবিধা হয় তাহলে সে যে দলই করুক আমাদের কাছে এলে আমরা সবরকম সহযোগিতা করব ৷ কিন্তু এক্ষেত্রে শ্রমিক বা মালিক এখনও কেউই যোগাযোগ করেননি ৷ তবে আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি । কেনই বা শাসকদলের নাম জড়াল, দলের কেউ এমন মন্তব্য করেছে কি না তাও খতিয়ে দেখা হবে ৷"
আরও পড়ুন :BJP candidates homeless : বর্ধমানে ভয়ে ঘরছাড়া পৌরভোটে বিজেপির প্রার্থী, অভিযোগ অস্বীকার তৃণমূলের