দাসপুর (পশ্চিম মেদিনীপুর), 13 মার্চ: দোকানে জিনিস কিনতে এসে টাকা হাতানোর অভিযোগ নাবালকের বিরুদ্ধে (Theft in Paschim Medinipur)৷ সবক শেখাতে 8 বছরের বালককে হাতেনাতে ধরে খুঁটিতে বেঁধে জিজ্ঞাসাবাদ স্থানীয়দের ৷ রবিবার দাসপুরের টালিভাটায় এই ঘটনাটি ঘটেছে ৷ যদিও দোকান মালিক টাকা ফেরত পেয়েছেন বলে জানিয়েছেন ৷ তবে এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি ৷
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার টালিভাটা বাজার এলাকায় বিশ্বনাথ শাসমল নামের এক ব্যক্তির আলু পেঁয়াজের দোকান আছে ।সেখানে রবিবার বিকেল নাগাদ দুই বালক ডিম কিনতে যায় । অভিযোগ, তাদের মধ্যে একজন বালক ওই দোকানির চোখের আড়ালে হতেই, তার ক্যাশ বাক্স থেকে 5 হাজার টাকা পকেটে পুরে নেয়। দোকানের মালিক বিষয়টি টের পেয়ে হাতেনাতে ধরে ফেলেন ওই বালককে । ঘটনাটি এলাকায় চাউর হতেই হতেই স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন ৷ চুরির অভিযোগে ধৃত বালককে খুঁটিতে পেছনমোড়া করে দড়ি দিয়ে বেঁধে চলে জিজ্ঞাসাবাদ ।
দোকানের মালিক জানান, তাঁর ক্যাশ বাক্সে 5000 টাকা ছিল ৷ সেটা নিয়ে পকেটে ঢুকিয়ে দেয় এক বালক । সেটি বুঝতে পেরেই তাকে হাতেনাতে ধরে ফেলেন । যদিও সেই টাকা ফেরত পেয়েছেন বলে জানান দোকান মালিক বিশ্বনাথ শাসমল। ধৃত ওই নাবালকের কাছে বেশকিছু নেশাজাত দ্রব্যও মিলেছে বলে জানা গিয়েছে । এরপরেই স্থানীয় বাসিন্দারা দাসপুর থানায় খবর দেন ৷ পুলিশ এসে 8 বছরের এই উদ্ধার করে ৷ থানায় কোনও চুরির অভিযোগ দায়ের করা হয়নি ৷ অভিযুক্ত স্থানীয় এলাকার বাসিন্দা ৷ এদিকে অভিযুক্তের সঙ্গে থাকা অপর বালক পলাতক ৷