চন্দ্রকোনা, 30 মার্চ:50 টাকা নিয়ে এলে তবেই দেওয়া হবে সাইকেল ৷ এমনটাই নাকি বলেছেন স্কুলের প্রধান শিক্ষক ৷ আর তাতেই বেজায় চটেছে ছাত্ররা ৷ স্কুলের সামনে রীতিমতো বিক্ষোভে নেমে পড়েছে তারা ৷ এমনকী বিষয়টা ইতিমধ্যেই স্থানীয় বিডিওকেও জানিয়েছে পড়ুয়ারা ৷ এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 ব্লকের মহেশপুর উচ্চ বিদ্যালয়ের ৷ বুধবার থেকে স্কুলে সবুজ সাথীর সাইকেল দেওয়া শুরু হচ্ছে ৷ কিন্তু দশম শ্রেণির ছাত্রদের অভিযোগ, যারা 50 টাকা করে নিয়ে আসছে একমাত্র তাদেরই সাইকেল দেওয়া হচ্ছে ৷ বাকিদের বলা হচ্ছে আগে বাড়ি থেকে টাকা নিয়ে আসতে তারপর তাদের সাইকেল দেওয়া হবে ৷
বিষয়টি ছাত্রদের থেকে জানতে পারার পরই তৎপর হন চন্দ্রকোনা 2 ব্লকের বিডিও অমিত ঘোষ ৷ তিনি বলেন, "অভিযোগ পেয়েছি যে সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়ার জন্য পড়ুয়াদের থেকে 50 টাকা করে নেওয়া হচ্ছে ৷ যদি এটা সত্যিই হয়ে থাকে তবে তা চরম অন্যায় ৷ সরকারি প্রকল্পে কোনও টাকা নেওয়া যায় না ৷ সাইকেল পৌঁছনোর গাড়ি ভাড়া বাবদ ছাত্রদের থেকে এই 50 টাকা করে চাওয়া হচ্ছে ৷ কিন্তু সাইকেল তো আমরাই পৌঁছে দিয়ে থাকি ৷ তাহলে কেন ছাত্রদের থেকে নেওয়া হবে টাকা ? তেমন হলে আমাদের বলুক আমরা টাকা পাঠিয়ে দেব ৷"