চন্দ্রকোনা, 18 জুলাই : ভোট পরবর্তী হিংসা নিয়ে বরাবরই সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল ৷ অভিযোগ, তাদের কাছে হিংসার বিবরণ দেওয়ার পর ফের আক্রান্ত হতে হচ্ছে বিরোধী দলের কর্মী-সমর্থকদের ৷
এমনই অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার 2 নং ব্লকের ভগবন্তপুর 2 নং গ্রাম পঞ্চায়েতে ৷ অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হন বিজেপি কর্মী আশিস ঘোষ ৷ এরপর জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের কাছে সে বিষয়ে অভিযোগ করেন তিনি ৷ অশিসবাবুর অভিযোগ, জাতীয় কমিশনের প্রতিনিধি দল চলে যাওয়ার পর শনিবার নিজের কাপড়ের দোকানের সামনে তাঁকে মারধর করে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷