কেশপুর, 11 জুন : মহিষদা ও ঘাটালের পর এবার কেশপুর ৷ বিজেপি পরিবারকে বয়কট করার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ৷ সামাজিক বয়কটের শিকার হয়েছে গোলাড়, কলাগ্রাম, মন্তা, ঝেঁতলা, বাগরুই, বাগপোতা সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় 200টি বিজেপি পরিবার । আতঙ্কে ঘরছাড়া গ্রামের পুরুষরা । যদিও শাসকদলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷
অভিযোগ, ভোট পরবর্তী ও ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই ওই গ্রামের বিজেপি পরিবারগুলিকে বয়কট করা হয় ৷ পাড়ায় দোকান করা থেকে জল নেওয়া সব কিছুতেই সামাজিকভাবে বয়কট করে রাখা হয়েছে এই সমস্ত পরিবারগুলিকে । বাধ্য হয়েই আতঙ্কে গ্রাম ছেড়ে বিজেপি কর্মীদের আশ্রয় নিতে হয়েছে দলীয় অফিসে ।
কেশপুরের বিভিন্ন গ্রামের প্রায় 200টি বিজেপি পরিবারকে বয়কটের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে জেলায় মোট সাতটি ক্যাম্প করে এই সমস্ত বিজেপি কর্মীদের রাখার বন্দোবস্ত করা হয়েছে দলের তরফে । ডেবরার এরকমই একটি ক্যাম্পে দেখা গেল সেই চিত্র । সাংবাদিকদের সামনে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন অত্যাচারিত বিজেপি কর্মীরা । প্রত্যেকের অভিযোগ, সামাজিক বয়কটের শিকার হতে হচ্ছে তাঁদের । বন্ধ করে দেওয়া হয়েছে জল, রেশন । পরিবারের সদস্যদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ ।
ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ বিজেপি নেতৃত্বের । বিরোধী দল করার জন্যই এভাবে সন্ত্রাসের শিকার হতে হচ্ছে দলীয় কর্মীদের, দাবি ঘাটাল বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাসের ।
বিজেপির অভিযোগ অবশ্য মানতে নারাজ তৃণমূল । আইএনটিটিইউসির সর্বভারতীয় সভানেত্রী দোলা সেনের দাবি, কোথাও কেউ ঘরছাড়া নেই । আগে ঘর ছাড়াদের লিস্ট দিক বিজেপি । সমস্ত অভিযোগই কার্যত ভিত্তিহীন বলে উড়িয়ে দেন দোলা সেন ।
আরও পড়ুন :লবিবাজি করে অবজ্ঞার করুণ পরিণতি, ফেসবুকে ক্ষোভ অনুপমের