পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি তালিকায় দুর্নীতি, ক্ষুব্ধ গ্রামবাসী - ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি

প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে । প্রধানকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের । পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি তালিকায় দুর্নীতি, ক্ষুব্ধ গ্রামবাসী
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি তালিকায় দুর্নীতি, ক্ষুব্ধ গ্রামবাসী

By

Published : Feb 19, 2021, 10:54 AM IST

ঝাড়গ্রাম, 19 ফেব্রুয়ারি : বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির তালিকায় দুর্নীতি । গতকাল এমনই অভিযোগ উঠল ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতে । দুর্নীতির প্রতিবাদে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা ।

অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের পর প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির তালিকায় তাঁদের সকলের নাম ছিল । কিন্তু বিজেপির বোর্ড গঠনের পর জানা যায়, তালিকাভুক্ত নাম বাতিল হয়েছে আবাস যোজনার তালিকা থেকে । এমন কী তালিকায় নাম ওঠায় যাবতীয় প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছিল পঞ্চায়েত অফিসে ।

গতকাল পসরো, নেদাবহড়া, জারুলিয়া, কাজলা, বৃন্দাবনপুর, আউলগেড়িয়া, ঘৃতখাম, কলাবনি, চিচুড়গেড়িয়া, বসন্তপুর, সিদাদাঙ্গা-সহ নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের গ্রামবাসীরা একত্রিত হয় । প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায় সহ পুলিশ আসে, পরিস্থিতি সামাল দেয় ।

আরও পড়ুন : আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভ পুরুলিয়ায়

বিক্ষোভকারীরা জানান, পঞ্চায়েত ভোটের পর প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির যে তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকায় আমাদের নাম ছিল । কিন্তু গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হওয়ার পর নতুন সার্ভেতে আমাদের নাম বাদ দেওয়া হয় । আমারা গরিব মানুষ মাটির বাড়িতে থাকি । আমাদেরও পাকা বাড়ি করার স্বপ্ন আছে ।

নেদাবহড়া গ্রাম পঞ্চায়েত সূত্রে, বোর্ড গঠনের আগে 1150 জনের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির তালিকায় নাম ছিল । কিন্তু হঠাৎ করে 330 জনের নাম বাদ যায় । প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির সার্ভেগুলো ভিআরপি কর্মীরা করে থাকেন । তাঁদের সার্ভারে উপর নির্ভর করে কে পাবে আর কে বাড়ি পাবে না । কারও নামে চার চাকা গাড়ি, পাকা বাড়ি ও সরকারি চাকরি করলে তাঁরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার আয়তায় পড়বেন না ।

এই দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান মণিদীপা মাহাত বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির নামের তালিকার কোনও প্রকার সার্ভে আমরা করিনি । এই সার্ভে করেছে ব্লকের ভিআরপি কর্মীরা । কেন তাঁদের নাম বাদ পড়ল তা বিডিও বলতে পারবেন ।"

ABOUT THE AUTHOR

...view details