পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাজ না করেই টাকা তোলা হয়েছে, অভিযোগ তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে - বিশ্বজিৎ মণ্ডল

কাজ না করে প্রকল্পের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল দাসপুরের পলাশপাই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ৷ দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা ৷

পলাশপাই গ্রাম পঞ্চায়েত

By

Published : Sep 28, 2019, 8:02 PM IST

Updated : Sep 28, 2019, 8:52 PM IST

দাসপুর, 28 সেপ্টেম্বর : কাজ না করেই প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ উঠল দাসপুর ব্লক-2 এর পলাশপাই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ৷ যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও সচিব জানান, যাঁরা অভিযোগ করছেন, তাঁরা আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন ৷ দুর্নীতির দায়ে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে । তাই এখন তাঁরা এ সব মনগড়া কথা বলছেন ৷

রাস্তার কাজের খতিয়ান দিয়ে পঞ্চায়েতের তরফে একটি বোর্ড লাগানো হয়েছে ৷ কিন্তু কোনও কাজ না হলেও টাকা তুলে নেওয়া হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ ৷ জোতকেশব গ্রামের বাসিন্দা অশোক মাইতি সহ কয়েকজন এই বিষয়ে অভিযোগ করেন ৷ তাঁদের অভিযোগ, এলাকায় প্রায় দু'বছর ধরে কয়েকটি সরকারি প্রকল্পের কাজের খতিয়ান দিয়ে বোর্ড লাগানো হয়েছে ৷ কিন্তু বাস্তবে কাজ হয়নি ৷ বিষয়টি নিয়ে RTI করলে জানা যায়, মাস্টার রোলে কোনও স্বাক্ষর নেই অথচ কাজগুলোর জন্য না কি টাকা তোলা হয়েছে ৷ এই দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ মণ্ডল বলেন, "অহেতুক অভিযোগ করা হচ্ছে ৷ এলাকার উন্নতিতে তাঁরা ব্যাঘাত ঘটাচ্ছেন ৷ পঞ্চায়েত নিয়ম অনুযায়ী কাজ করছে ৷ এখন যাঁরা অভিযোগ করছেন তাঁরা আগে তৃণমূলে ছিল, দূর্নীতির দায়ে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল ৷ "

গ্রাম পঞ্চায়েতের সচিব আশিস কুমার ঘোষ বলেন, "স্বাক্ষর করা হয়নি ঠিকই ৷ কিন্তু যে ব্যক্তির নামে অভিযোগ উঠেছে, ওই ব্যক্তি কাজ করেছেন বলেই তাঁকে টাকা পাঠানো হয়েছে ৷"

Last Updated : Sep 28, 2019, 8:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details