পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্যানিটাইজ়ার দিয়ে পাউরুটির এক্সপায়ারি ডেট চেঞ্জের অভিযোগ - Allegation of selling expiry date product

হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়ে পাউরুটি, স্লাইস রুটির এক্সপায়ারি ডেট চেঞ্জ করা হচ্ছে । তারপর তা বাজারে বিক্রি করা হচ্ছে । সম্প্রতি এই অভিযোগ উঠল মেদিনীপুরের এক বিক্রেতার বিরুদ্ধে ।

Aa
Aa

By

Published : Oct 3, 2020, 7:33 PM IST

মেদিনীপুর, 3 অক্টোবর : হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়ে পাউরুটি, স্লাইস রুটির এক্সপায়ারি ডেট চেঞ্জ করে তা বাজারে বিক্রির অভিযোগ উঠল এক বিক্রেতার বিরুদ্ধে । আজ সকালে পাউরুটির প্যাকেটের উপর এক্সপায়ারি ডেট চেঞ্জ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে ওই বিক্রেতা । মেদিনীপুরের পটনা বাজার এলাকার ঘটনা । বিক্রেতার নাম রবি ঘোষ ।

স্থানীয় সূত্রে খবর, রুটি বিক্রেতা রবি ঘোষ তার গাড়িতে করে রোজ কেক-বিস্কুট এলাকায় বিক্রি করে । সুলভ মূল্যে তার কাছে থাকে লোকাল স্লাইস কোয়াটার এবং কেক-রুটি । কিন্তু আজ তাকে হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়ে রুটির এক্সপায়ারি ডেট চেঞ্জ করতে দেখা যায় । বিষয়টি নজরে আসতেই তাকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা । জানতে চায় কেন বা কার নির্দেশে এক্সপায়ারি ডেট চেঞ্জ করে রুটি বিক্রি করছে সে ? বিষয়টি জানানো হয় স্থানীয় পুলিশকে । রবির কথায় অসংগতি মেলায় তাকে ঘিরে থাকে স্থানীয়রা । ঘটনাস্থানে পুলিশ পৌঁছে রবিকে থানায় নিয়ে যায় ।

হ্যান্ড স্যানিটাইজার দিয়ে চেঞ্জ করা হচ্ছে পাউরুটির এক্সপায়ারি ডেট

স্থানীয় বাসিন্দা কাশী চৌধুরি বলেন, "বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা এই রুটি কিনে খাই । আজ যখনই এই রুটি বিক্রেতা রাস্তার মোড়ে দাঁড়িয়ে হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়ে এক্সপায়ারি ডেট চেঞ্জ করছিল তখন তাকে হাতেনাতে ধরে ফেলেন সকলে । এই রুটি যে কতটা বিপজ্জনক হতে পারে এবং মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে তা স্বচক্ষে দেখলাম । জিজ্ঞাসাবাদ করতে ব্যাপারটা ও অস্বীকার করে । বলে কিছুই করেনি । শুধু কয়েকটা রুটির ডেট চেঞ্জ করছিল বলে জানায় । এইভাবে খাবার জিনিসের এক্সপায়ারি ডেট চেঞ্জ করে বিষ খাওয়ানো হচ্ছে আমাদের ।" আরেক বাসিন্দা সমতুল চক্রবর্তী বলেন, এই কোরোনা আবহে অনেক মানুষ খেতে পাচ্ছে না এবং যারা পাচ্ছে তাদের অতি অল্প পরিমাণে কিনে খেতে হচ্ছে । সেখানে এরকম জিনিস বিক্রি করে আমাদের বিষ খাওয়াচ্ছে এরা । আমরা এর প্রতিবাদ করেছি এবং এর উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছি ।"

বিক্রেতা রবি ঘোষ বলে, "আজকেই প্রথম করছিলাম। আগে কখনও করিনি।" তবে কেন করছিল সে প্রশ্নের উত্তর রবির কাছ থেকে পাওয়া যায়নি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details