ঘাটাল, 20 জুন : প্রচুর টাকা ঋণ নিয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করল ব্যবসায়ী ৷ তাঁর দেহ নিয়ে শুরু তুলকালাম ঘাটালে । অভিযোগ, স্থানীয় পাওনাদাররা বাড়িতে এসে বিক্ষোভ দেখায় । পাওনা টাকা না মিললে তুলতে দেওয়া হবে না মৃতদেহ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় ।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার সিংহডাঙ্গা এলাকার বাসিন্দা ধান ব্যবসায়ী বিশ্বজিৎ চক্রবর্তী ৷ জানা গিয়েছে, ঋণে জর্জরিত হয়ে মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি । আর তা জানতে পেরে ওই ব্যবসায়ীর বাড়িতে একাধিক কৃষক পোঁছে যায় । এমনকি তাঁরা মৃতদেহ আগলে রেখে বিক্ষোভ দেখায় । কৃষকদের দাবি, তারা ধান বিক্রি করেছে ওই ব্যাবসায়ীকে । কিন্তু বিক্রির টাকা দেব দেব করে আর দেননি । ওই ব্যবসায়ী মারা যাওয়ার কারণে তাঁরা পাওনা টাকা পাবে কীভাবে, সেই জন্য তাঁরা মৃতদেহ আগলে রেখে বিক্ষোভ দেখাতে থাকে ।