চন্দ্রকোনা, 19 ফেব্রুয়ারি: এবার আলুর দামে নায্য সহায়ক মূল্যের দাবিতে রাস্তায় নামল বামেরা। প্রতিবাদে এদিন তারা রাস্তায় আলু ঢেলে বিক্ষোভ দেখান ৷ বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। বামেদের দাবি, আলুর দাম অবিলম্বে 900 টাকা (কুইন্টাল প্রতি) করতে হবে, একইসঙ্গে সরকারকে পর্যাপ্ত আলু কিনতে হবে (Agitation by Leftfront Over Price Potatoes)।
ক্রমেই নিম্নমুখী হচ্ছে আলুর দাম। আর জঙ্গলমহল অধ্যুষিত আলুর রাজ্য হিসেবে পরিচিত এই ঘাটাল চন্দ্রকোনা এলাকা। যেখানে আলুর ব্যবসা করেই জীবিকা নির্বাহ করেন অধিকাংশ। অথচ বছরের শুরুতেই আলুর দাম নিম্নমুখী। বাজারে আলু বিকোচ্ছে আট-দশ টাকা কেজি। এ অবস্থায় ঘরের জিনিসপত্র সোনা-দানা বন্ধক রেখে কোনওক্রমে জীবিকা নির্বাহ করছেন আলু চাষিরা। যারা ঘরে জিনিসপত্র বন্ধক রেখে আলু চাষ করেছন, তাঁরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। কারণ, একটাই বাজারে আলুর দাম নেই।
এই অবস্থায় আলু চাষিদের পাশে দাঁড়াল বামেরা। এইদিন আলুর মূল্যবৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে বামেদের কৃষকসভার তরফে বিক্ষোভ মিছিল করা হয় ৷ রাস্তায় আলু ফেলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বামেরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার গাছশীতলা মোড় এলাকায় ঘাটাল-চন্দ্রকোনা-মেদিনীপুর-গড়বেতা একাধিক সড়কের সংযোগস্থলে রাজ্যসড়ক অবরোধ করে রাস্তায় আলু ফেলে বিক্ষোভে সামিল হয়েছিলেন প্রায় হাজারো বাম কর্মী-সমর্থক। যার জেরে দেখা দিয়েছে তীব্র যানজট।