কেশপুর, 2 অগস্ট : প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Prime Minister Abas Yojna) বাড়ি করে দেওয়ার নাম করে গ্রামবাসীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত কেশপুর পঞ্চায়েত সমিতির সভানেত্রীর বিরুদ্ধে ৷ আর তার প্রতিবাদে আজ পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা দে‘র বাড়ি ঘেরাও করলেন গ্রামবাসীরা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে ৷ গ্রামবাসীদের দাবি, তাঁদের টাকা ফেরত দিতে হবে পঞ্চায়েত সমিতির (Panchayat Samiti) সভানেত্রীকে ৷
গ্রামবাসীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি করে দেওয়া হবে, এই বলে গ্রামের বহু মানুষের থেকে টাকা নিয়েছিলেন শুভ্রা দে ৷ কিন্তু, দীর্ঘ দিন হয়ে গেলেও তাঁদের পাকা বাড়ি তো দূর, একটা ইটও গাঁথা হয়নি ৷ আর তাই এবার সেই টাকা ফেরতের দাবি জানিয়ে পঞ্চায়েত সমিতির সভানেত্রীর বাড়ি ঘেরাও করে কয়েকশো গ্রামবাসী ৷ পাশাপাশি পঞ্চায়েতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করেও অনেকের থেকে শুভ্রা দে লাখ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ ৷