ঝাড়গ্রাম, 29 জুন : প্রশাসনের তরফে আয়োজন করা হয়েছিল হুল দিবসের l কিন্তু, গ্রামবাসীদের বিক্ষোভের জেরে অবশেষে হুল দিবস বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় l ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের রাধানগর গ্রাম পঞ্চায়েতের কেচেন্দা গ্রামে l
গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বাতিল এবছরের হুল দিবস - ঝাড়গ্রাম হুল দিবস
প্রাশাসনের তরফে উদ্যোগ নেওয়া হলেও গ্রামবাসীদের বিক্ষোভের জেরে অবশেষে বাতিল করা হল এবছরের হুল দিবসl
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ এর পক্ষ থেকে প্রতিবছর সরকারিভাবে ঝাড়গ্রাম জেলায় সাড়ম্বরে পালিত হয় হুল দিবস । প্রতিবছরের মতো এবছরও কেচেন্দা গ্রামে হুল দিবসের জন্য প্রস্তুতি নেওয়া হয় প্রশাসনের তরফেl গ্রামের কেচেন্দা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঞ্চ তৈরির জন্য পোঁতা হয় বাঁশ l হুল দিবসের প্রস্তুতির খবর জানাজানি হতেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরাl কোরোনা পরিস্থিতিতে কোনও ভাবেই জমায়েত করা যাবে না, এই দাবিতেই সরব হন তাঁরাl পুলিশের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরাl এমনকি পুলিশের সামনেই মঞ্চ তৈরির সমস্ত কাঠের বল্লী ও বাঁশের খুঁটি উপড়ে ফেলে দেন গ্রামবাসীরাl এরপরেই ঘটনাস্থানে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনীl
গ্রামবাসীরা হুল দিবসের মঞ্চ তৈরীর খুঁটি উপড়ে ফেলার পর কার্যত চাপের মুখে পড়তে হচ্ছে জেলা প্রশাসনকে। কেচন্দা গ্রামের বাসিন্দা সীতানাথ মাহাত বলেন , “এখানে অনুষ্ঠান হলে বহু জায়গার মানুষ আসবে ,বহু মানুষের জমায়েত হবে । আমাদের গ্রামের পাশাপাশি বিভিন্ন গ্রামে যেমন বৈতায় 4 জন হোম কোয়ারানটিনে রয়েছে । অনুষ্ঠান হলেই সকলে অনুষ্ঠান দেখার জন্য ভিড় জমাবে । আমরা গ্রামের লোক গ্রামে রয়েছি , ভালো রয়েছি , সুস্থ রয়েছি । এখানে অনুষ্ঠান হলে বাইরের লোক এলেই আমাদের কোরোনা আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে । তাই আমরা এখানে এবছর অনুষ্ঠানে করতে দেব না ।” যদিও এই প্রসঙ্গে কোন মন্তব্য করেননি জেলা প্রশাসন l