পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেথুনের পর মেদিনীপুর কলেজও ভরতির ফর্মে "মানবধর্ম" - religion

মানবধর্মকে কলেজে ভরতির ফর্মে জায়গা দিয়ে নজির গড়েছিল বেথুন কলেজ । এবার মেদিনীপুর কলেজও প্রথম বর্ষে ভরতির ফর্মে ধর্মের কলামে মানবধর্মকে নিজের ধর্ম হিসেবে বেছে নেওয়ার সুযোগ দিল ।

মেদিনীপুর কলেজ

By

Published : Jun 2, 2019, 8:54 AM IST

মেদিনীপুর, 2 জুন: "সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই"। মানবতাই শ্রেষ্ঠ ধর্ম । বেথুন কলেজের পর এবার মেদিনীপুর অটোনমাস কলেজ । কলেজের প্রথম বর্ষে ভরতির ফর্মে ধর্মের কলামে যে অপশনগুলি দেওয়া রয়েছে তাতে প্রথমেই জায়গা করে নিয়েছে মানবধর্ম । আবেদনকারীরা হিন্দু, ইসলাম, খ্রিস্ট বা অন্য কোনও ধর্মকে বাদ দিয়ে মানবধর্মকে নিজের ধর্ম হিসেবে পছন্দের সুযোগ পাচ্ছেন ।

কিন্তু কেন এই উদ্যোগ?

কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র বেরা বলেন, "অনেককেই দেখেছি তাদের ধর্ম প্রকাশ্যে আনতে চায় না । বা অনেকে মানেও না । এটা যেমন একটা বিষয় । তেমনই মানবতাই তো সব চেয়ে বড় ধর্ম । এই ধারণাটাও ছাত্রীদের মধ্যে আমরা ঢোকানোর চেষ্টা করেছি । আবেদনকারীদের স্বাধীনতা দেওয়া হল, তারা নিজেদের ধর্মও উল্লেখ করতে পারে বা মানবতাকে নিজেদের ধর্ম হিসেবে স্বীকৃতি দিতে পারে । "

এই বিষয়ে ছাত্রী বা অভিভাবকদের কী প্রতিক্রিয়া ?

গোপালবাবু বলেন, "এখনও পর্যন্ত ডেটা অ্যানালিসিস করিনি । তবে আমরা যা শুনতে পাচ্ছি যে স্টুডেন্টরা বিষয়টা মেনে নিয়েছে । " পাশাপাশি তিনি জানান, এবার 22টি অনার্স ও 14 টি PG ডিপার্টমেন্ট খোলা হয়েছে । ভর্তি চলবে 10 জুন পর্যন্ত ।

মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন আবেদনকারী ছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকদের অনেকেই । তাদের একাংশের মতে, এর ফলে অনেকেই নিজের মত প্রকাশের সুযোগ পাচ্ছেন । তবে শুধু কলেজে ভর্তির ক্ষেত্রেই নয় । চাকরির আবেদন থেকে শুরু করে অন্যান্য অনেক ক্ষেত্রেও ধর্ম উল্লেখ করতে হয় আবেদনকারীকে । সেখানে অনেকক্ষেত্রে বিভিন্ন ধর্মের সঙ্গে "অন্যান্য" বলে একটি অপশন থাকে । তবে "অন্যান্য" অপশনের সঙ্গে যদি মানবধর্ম অপশন হিসেবে থাকে তাহলে যে বা যারা কোনও ধর্মেই বিশ্বাস রাখেন না তারা এই অপশনটা পছন্দ করতে পারবে ।

ABOUT THE AUTHOR

...view details