মেদিনীপুর, 8 জুলাই: এবার খোদ কোর্ট চত্বরেই চলছে ভুয়ো স্ট্যাম্পের রমরমা ৷ জাল নথির ব্যবসা তাও আবার ছোট্ট জেরক্স দোকানে এবং বিচারকের সই জাল করে এফিডেভিট করে দেওয়া হচ্ছে মক্কেলকে (Recover Fake Documents)। এরকমই অভিযোগ পেয়ে উত্তাল হল মেদিনীপুর জেলা আদালত । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । দোকান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল নথি-সহ সার্টিফিকেট স্টাম্প পেপার ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মেদিনীপুর কোতোয়ালি থানায় এক ব্যক্তি অভিযোগ করেন যে, তাঁকে মেদিনীপুর আদালতের ফাস্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ভুয়ো এফিডেভিট সার্টিফিকেট দেওয়া হয় । অভিযোগের গুরুত্ব বুঝে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ । মেদিনীপুর আদালত চত্বরে থাকা একটি জেরক্সের দোকানে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় সমস্ত ভুয়ো নথি । এই জাল নথি ঠিক কী কী কাজে ব্যবহার করা হত তদন্তে নেমে সেগুলোই খতিয়ে দেখছে পুলিশ । যদিও এই ঘটনায় জেরক্স দোকানে চাবি লাগিয়ে দেওয়া হয়েছে ।