পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পশ্চিম মেদিনীপুর-সহ জঙ্গলমহলে অক্সিজেন প্লান্টের তদারকিতে প্রশাসনিক কর্তারা - করোনা সংক্রমণ

অক্সিজেনের যোগান ঠিকমতো আছে কি না তা খতিয়ে দেখতে গতকাল খড়্গপুরের বিভিন্ন অক্সিজেন প্লান্ট ঘুরে দেখলেন জেলার প্রশাসনিক আধিকারিকরা ৷

অক্সিজেন প্লান্টের তদারকিতে প্রশাসনিক কর্তারা
অক্সিজেন প্লান্টের তদারকিতে প্রশাসনিক কর্তারা

By

Published : Apr 27, 2021, 12:07 PM IST

খড়গপুর, 27 এপ্রিল : অক্সিজেনের কালোবাজারি রুখতে এবং জেলাগুলিতে পর্যাপ্ত যোগান রয়েছে কী না বা থাকলেও কতটা , তা খতিয়ে দেখতে জঙ্গলমহল, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অক্সিজেন প্লান্ট এবং এজেন্সি ঘুরে দেখলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। সেরকমই গতকাল খড়গপুর শহরের সুপার গ্যাস এন্ড এমপ্লয়িজ প্রাইভেট লিমিটেড ঘুরে দেখলেন অতিরিক্ত জেলা শাসক তুষার সিংলা, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ পিনাকী প্রধান , জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর ষড়ঙ্গী-সহ অন্যান্যরা ৷

করোনার বাড়বাড়ন্তে বেসামাল গোটা দেশ ৷ মাত্রা ছাড়িয়েছে সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে কলকাতার বেশ কিছু ক্ষেত্রে অক্সিজেন সংকট দেখা গেলেও জঙ্গলমহল,পশ্চিম মেদিনীপুরে এখনও পর্যন্ত সেভাবে অক্সিজেন সংকট দেখা দেয়নি ৷ এখানে করোনা সংক্রমণের ব্যাপকতাও সেভাবে লক্ষনীয় নয় ৷ তারপরও অক্সিজেনের সরবরাহ ঠিকঠাক আছে কি না তা সরেজমিন করে দেখলেন প্রশাসনের আধিকারিকরা।

অক্সিজেন প্লান্টের তদারকিতে প্রশাসনিক কর্তারা

অতিরিক্ত জেলা শাসক তুষার সিংলা বললেন," বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে ৷ সেই সঙ্গে অক্সিজেনের সংকটও দেখা দিয়েছে। জঙ্গলমহলে যদি করোনা সংক্রমণ বাড়ে আর তার ফলে যদি অক্সিজেনের ঘটতি দেখা যায়, তাই আমাদের এখানে আসা ৷ যদিও এখানে পর্যাপ্ত পরিমাণই অক্সিজেন আছে ৷" অক্সিজেনের কালেবাজারি প্রসঙ্গে বলেন, " নির্দিষ্ট কোনও অভিযোগ আসেনি ৷ এইখানে কালো বাজারি হচ্ছে না। সব কিছুই আমরা খতিয়ে দেখছি।"

আরও পড়ুন :করোনা রুখতে বন্ধ হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ

উল্লেখ্য, করোনা সংক্রমণ ব্যাপক আকার নিয়েছে দিল্লি, মুম্বই, ছত্তিশগড়, কর্নাটকে ৷ দিল্লি ও মুম্বইয়ের পাশাপাশি অন্যান্য রাজ্যগুলিতেও দেখা গিয়েছে অক্সিজেনের আকাল ৷ রেল পরিষেবার মাধ্যমে অক্সিজেন ভর্তি ট্রাক আসছে রাজ্যে। অক্সিজেনের যোগান সবদিক থেকেই বাড়িয়ে তুলছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। অক্সিজেন সরবরাহ করতে ইতিমধ্যে যোগ দিয়েছে বায়ু সেনা।

ABOUT THE AUTHOR

...view details