চন্দ্রকোনা, 17 নভেম্বর: জায়গার অভাব, নিজস্ব ভবন নেই, যাযাবরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ঠাঁই (Administration Apathy) নিয়ে চলে চন্দ্রকোনার (West Midnapore News) নয়াগঞ্জ অঙ্গনওয়াড়ি কেন্দ্র (Anganwadi centre)। তেমনই একটি আশ্রমের ভাঙাচোরা বাড়িতে বিদ্যুৎহীন অবস্থায় লন্ঠনের আলোয় চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র । যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অঙ্গনওয়াড়ি কর্মী থেকে অভিভাবকরা । ছোট ছোট ছেলে-মেয়েদের ওই কেন্দ্রে পাঠাতে আতঙ্কে থাকেন অভিভাবকরা ।
এমনই বেহাল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রায় 10 বছর ধরে লন্ঠনের আলোয় চলছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 2নং ওয়ার্ডের নয়াগঞ্জ 174নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা রুমা সাহা জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে বর্তমানে প্রসূতি, ছাত্রছাত্রী মিলে মোট 80 জনের মিড ডে মিলের রান্না হয় । এই 80 জনের মধ্যে 30 জন খুদে পড়ুয়া রয়েছে । আগে এই কেন্দ্রটি ওয়ার্ডের নয়াগঞ্জ কমিটির একটি শিবমন্দিরের জায়গায় চলত । সেখান থেকে সরে যেতে বলায়, প্রায় 10 বছর হল ওই ওয়ার্ডেরই একটি আশ্রমের একচিলতে ভগ্নপ্রায় ঘরে আশ্রয় নিয়ে চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি । যেখানে কোনও বিদ্যুৎ তো নেই-ই, তাছাড়া ঘরের ভিতরেও অস্বাস্থ্যকর পরিবেশ ৷ ছাদ ভেঙে ঝুলছে, ঘুটঘুটে অন্ধকার । ওই একই কক্ষে থাকে মিড ডে মিলের যাবতীয় সামগ্রী আর তারই একপাশে মাদুর পেতে কখনও মোমবাতি তো আবার কখনও লন্ঠনের আলোয় চলে পড়ুয়াদের পঠনপাঠন ।
কেন্দ্রের সহায়িকা জানান, এ ভাবে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে এই ভাঙাচোরা অন্ধকার কক্ষে পঠনপাঠন করানোটা রীতিমতো ঝুঁকির । এছাড়াও ওই ভবনের দুয়ারে ত্রিপল টাঙিয়ে মিড ডে মিলের রান্না করতে হয় রাঁধুনিকে । মিড ডে মিলের রান্নার জায়গায়টিও চরম অস্বাস্থ্যকর, আশপাশে ঝোপঝাড় হয়ে যায় । খাবারে কখন কী পড়ে যায়, সেদিকে সর্বক্ষণ নজর দিতে হয় । বর্ষাকাল বা বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে বলে দাবি কেন্দ্রের রাঁধুনি থেকে সহায়িকার । এ বিষয়ে একাধিক বার প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি সহায়িকা রুমা সাহার ।