চন্দ্রকোনা, 4 জানুয়ারি: আদিবাসী সংগঠনের অবরোধের (Adivasi Road Blockade) জেরে আটকে পড়ল পর্যটকদের গাড়ি । বাড়ি ফিরতে না পারায় হয়রানির শিকার পিকনিকে (Stranded tourists set up picnic) যাওয়া মানুষজনেরা ৷ কোনও উপায় না পেয়ে আজ সকালে কেঠিয়া নদীর পাড়েই বসল ফের পিকনিকের আসর । শুরু হল রান্নাবান্না, আনন্দ ও হই-হুল্লোড় ৷ তবে সবটাই পরিস্থিতির চাপে পড়ে !
আদিবাসীদের অবরোধের কারণে যানজটে তীব্র হয়রানির মুখে পড়তে হয় পিকনিকে যাওয়া মানুষজনকে ৷ তবে সেই দুর্ভোগের মধ্যেও আনন্দের রসদ খুঁজে নিলেন পর্যটকরা ৷ অবরোধস্থলই হয়ে উঠল পিকনিক স্পট ।
সাঁওতালি মাধ্যমে শিক্ষার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা । চন্দ্রকোনার (West Midnapore News) ক্ষীরপাই হালদারদিঘি মোড় এলাকায় তাঁদের অবরোধের জেরে আটকে পড়েছে বেশ কয়েকটি পর্যটকবোঝাই গাড়ি । সেই গাড়ির সদস্যরাই এখন কেঠিয়া নদীর পাড়কে পিকনিক স্পট হিসেবে বেছে নিতে বাধ্য হল । ক্ষীরপাই হালদারদিঘি মোড় থেকে কিছুটা দূরেই রয়েছে কেঠিয়া নদীর চর ৷ কাজেই এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ পেয়ে সেখানেই ফের পিকনিকের আসর বসিয়ে দিয়েছেন কচিকাঁচা ও মহিলা-পুরুষের দল ৷