পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চুল্লি বাড়ন্ত, ঘাটালে শ্মশান তৈরি করছেন দেব - শ্মশানে চুল্লি বানাচ্ছে দেব

এবার করোনায় মৃতদের দেহ দাহ করার জন্য ঘাটালে শ্মশান তৈরির কাজ শুরু করলেন দেব ৷ ইতিমধ্যেই ঘাটালে করোনা আক্রান্তদের দুই বেলা রান্না করা খাবার সরবরাহের জন্য কমিউনিটি কিচেন চালু করেছেন দেব ।

ঘাটালে শ্মশান তৈরি করছেন দেব
ঘাটালে শ্মশান তৈরি করছেন দেব

By

Published : May 21, 2021, 4:26 PM IST

ঘাটাল, 21 মে : ফের মানবিক দেব ৷ এবার করোনায় মৃতদের দেহ দাহ করার জন্য ঘাটালে আলাদা শ্মশান তৈরির কাজ শুরু করলেন সাংসদ দেব ৷ বৃহস্পতিবার থেকে ঘাটালের একটি নির্জন জায়গায় জোরকদমে শুরু হয় শ্মশান তৈরির কাজ । ঘাটাল লোকসভা কেন্দ্রের ঘাটাল ও দাসপুর এই দুই বিধানসভা এলাকায় আপাতত তৈরি হবে শ্মশান, এমনটাই জানানো হয়েছে দেবের প্রতিনিধিদের তরফ থেকে ৷

জেলার পাশাপাশি ঘাটাল, দাসপুর এলাকায় করোনার দৈনিক সংক্রমণ যেমন ঊর্ধ্বমুখী তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যাও । করোনায় আক্রান্ত হয়ে মৃতদের দেহ দাহ করার ক্ষেত্রে জনবহুল এলাকা বা গ্রামাঞ্চলে বাধার সম্মুখীন হতে হচ্ছে । সংক্রমণের ভয়ে পাড়া প্রতিবেশীরাও এগিয়ে আসছেন না ৷ সম্প্রতি দাসপুরে 84 বছরের এক বৃদ্ধের মৃত্যুতে করোনা সন্দেহে কোনও প্রতিবেশীরা এগিয়ে আসেননি ৷ বেশকিছু মুসলমান সম্প্রদায়ের মানুষ মৃতদেহ দাহ করার কাজে এগিয়ে এসেছিলেন । এই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এলেন অভিনেতা দেব । এবার করোনায় মৃতদের দাহ করার জন্য ঘাটালে আলাদা শ্মশান তৈরির কাজ শুরু করলেন তিনি ৷ ইতিমধ্যেই ঘাটালে করোনা আক্রান্তদের দুই বেলা রান্না করা খাবার সরবরাহের জন্য কমিউনিটি কিচেন চালু করেছেন দেব । পাশাপাশি করোনা রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, বাড়ি বাড়ি পালস অক্সিমিটার বিতরণ এবং জরুরি প্রয়োজনে অক্সিজেন সাপ্লাইয়ের জন্যও সমস্ত ব্যবস্থা রয়েছে দেবের সাংসদ কার্যালয়ে ৷ কোভিড মোকাবিলায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঘাটালবাসী ৷

কী বলছেন স্থানীয় বাসিন্দা

আরও পড়ুন : ঘাটালে করোনা আক্রান্তদের জন্য কমিউনিটি কিচেন চালু করলেন সাংসদ দেব

একদিকে যখন বলিউডের অন্যতম অভিনেতা সনু সুদ পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার পাশাপাশি বিভিন্ন ধরণের সাহায্যের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন ৷ তখনই টলিউডের এই সাংসদ অভিনেতাও কোনও অংশে পিছিয়ে নেই ।

ABOUT THE AUTHOR

...view details