খড়ার, 3 মে: সাংসদ তহবিলের টাকায় পৌরসভার একাধিক ওয়ার্ডে বসানো হয়েছিল হাইমাস্ট লাইট । দীর্ঘ কয়েক মাস ধরে সেই লাইটের অধিকাংশই বিকল হয়ে যাওয়ায় সন্ধ্যার পর অন্ধকারে ডুবছে ঘাটালের খড়ার পৌরসভা, অভিযোগ পৌরবাসীর । একে হাতিয়ার করে আসরে নেমেছে বিরোধীরা । ঘাটালের সাংসদ দেবকে জড়িয়ে পৌরসভা ও শাসকদলের নেতাদের বিরুদ্ধে কাটমানি ও দুর্নীতির অভিযোগে সরব বিজেপি ও সিপিএম ।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের খড়ার পৌরসভায় দীর্ঘ কয়েকমাস আগে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বসানো হয় দেবের সাংসদ তহবিলের টাকায় বেশ কয়েকটি হাইমাস্ট লাইট ও কিছু পথবাতি । অভিযোগ, তার অধিকাংশই কয়েক মাস যেতে না যেতেই বিকল হয়ে পড়েছে, তার ফলেই সন্ধ্যার পর অন্ধকারে ডুবছে খড়ার পৌরসভার একাধিক ওয়ার্ড । এমনকী খড়ার পৌরসভার 8, 9 ও 5 নং ওয়ার্ডের উপর দিয়ে যাওয়া ঘাটাল-আরামবাগ রাজ্য সড়কের কয়েক কিলোমিটার জুড়ে নেই কোনও আলো । ফলে সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকারে যাতায়াত করতে হয় এলাকাবাসী থেকে পথচলতি মানুষদের ।
পৌরবাসীর অভিযোগ, একাধিক লাইট জ্বলছে না সন্ধ্যার পর ৷ যেগুলি জ্বলছে সেইগুলি দপদপ করছে । তার ফলেই সন্ধ্যার পর আতঙ্কের সৃষ্টি হচ্ছে । দীর্ঘ কয়েকমাস ধরে ওয়ার্ডের কাউন্সিলর থেকে চেয়ারম্যানকে জানিয়েও কোনও সুরাহা হয়নি । স্থানীয় সিপিএম নেতা দেবব্রত রায় বলেন, "এক-একটি হাইমাস্ট লাইট বসাতে 8 লক্ষ টাকা খরচ হয়েছে ৷ 6 মাস যাচ্ছে না খারাপ হয়ে যাচ্ছে । আমরা বাজার থেকে একশো টাকা দিয়ে একটা বাল্ব কিনলে তার ওয়ারেন্টি থাকে, অথচ এত লক্ষ টাকা করে হাইমাস্ট লাইট বসানো হচ্ছে তার কোনও ওয়ারেন্টি পিরিয়ড নেই । এখানে বড় দুর্নীতি হচ্ছে ৷ তার সঠিক তদন্ত হলে মানুষ সব বুঝতে পারবে ।"
এমনকী তিনি আরও অভিযোগ করেন, ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমুল নেতাদের বাড়ির সামনে বসানো হয়েছে দু-দুটো করে হাইমাস্ট লাইট ।