মেদিনীপুর, 26 জুন: মহিলার উপর অ্যাসিড হামলার অভিযোগ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুরের রবীন্দ্রনগরের নির্ণয় হাসপাতাল এলাকায় ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ন‘টা নাগাদ ৷ গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা ৷ জানা গিয়েছে, বছর 40'র ওই মহিলার বাড়ি মেদিনীপুর শহরের বড়বাজার সংলগ্ন এলাকায় ।
শহরের এক চিকিৎসকের চেম্বারে তিনি সহকারী হিসাবে কাজ করেন তিনি ৷ এদিন রাত সাড়ে ন’টা নাগাদ কাজ শেষ করে তিনি ও তাঁর এক মহিলা সহকর্মী হেঁটে বাড়ি ফিরছিলেন । স্থানীয় বক্সী বাজারের বাসিন্দা ওই মহিলার সহকর্মী ৷ এমন সময় হঠাৎ দুই যুবক স্কুটি করে এসে তাঁর গায়ে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায় । দু’জনেই জখম হন ৷ তবে সামান্য আহত হন ওই মহিলার সহ-কর্মী ৷ স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে নির্যাতিতার সহকর্মীকে ৷