দাসপুর, 20 জুলাই: রাজ্য সড়কের ধারে নির্মাণ হচ্ছিল পাকা বাড়ি । কাজ চলার সময় নির্মাণকর্মীদের হাত ফসকে সেই বাঁশ গিয়ে ঢুকল রাজ্য সড়কে যাতায়াতকারী এক বাইক আরোহীর বুকে (Accident During Construction of House) । ঘটনায় মত্যু হয়েছে ওই আরোহীর ৷ আহত হয়েছেন আরও এক ৷ এমনই ঘটনাটি ঘটেছে ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর থানার রামগড় এলাকায় ।
জানা গিয়েছে, ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের ধারে রামগড় এলাকার বাসিন্দা অসিত মাঝি নামে এক ব্যক্তির পাকা বাড়ি তৈরি হচ্ছিল । আর সেই নির্মাণ কাজে হাত লাগিয়েছিলেন নির্মাণকর্মীরা । সেই সময় মোটরবাইকে করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ডেবরা এলাকার নিতাই মাইতি (45) নামে এক বাসিন্দা ।