কেশপুর (পশ্চিম মেদিনীপুর), 4 ফেব্রুয়ারি: পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব নিয়ে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তিনি বলেছেন, ‘‘নিজেদের রেষারেষিতে যদি দলের মাথা নত হয়, তাহলে ছেড়ে কথা বলব না ৷’’ শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক সভা করেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেই সভা থেকেই তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন ৷
এদিনের সভা থেকে তিনি স্পষ্ট করেছেন যে দলের নেতারা যা করছেন, সব তাঁর নজরে রয়েছে ৷ বলেছেন, ‘‘কে কোথায় কী করছেন, করছেন না, সবার উপর আমি নজর রাখছি ৷’’ নিজেকে জনগণের জন্য পাহারাদার বলেও উল্লেখ করেছেন ঘাসফুল শিবিরের এই তরুণ তুর্কি ৷ নেতাদের হুঁশিয়ারি দিতে গিয়ে বলেছেন, ‘‘পাহারাদের নাম অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ আগামী পাঁচ বছর যারা মানুষের জন্য কাজ করবেন, তাঁরাই প্রার্থী হবেন ৷ যাঁরা মানুষের জন্য কাজ করবেন না, দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে ৷’’
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আর খুব বেশি দেরি নেই ৷ মাস কয়েকের মধ্যেই ওই নির্বাচন হবে ৷ আর সেই ভোটে তৃণমূলের প্রার্থী বাছাই যে কড়া প্রক্রিয়ার মাধ্যমে হবে, তা এর আগে একাধিকবার বলেছেন অভিষেক ৷ মানুষ যাঁকে চাইবে, তাঁকেই প্রার্থী করা হবে বলে গত দু’মাসে বেশ কয়েকটা জনসভায় তিনি উল্লেখ করেছেন ৷ শনিবার কেশপুরের আনন্দপুর বিদ্যালয়ের মাঠে জনসভা থেকে সেই প্রসঙ্গ আবার তোলেন ৷