কেশপুর (পশ্চিম মেদিনীপুর), 4 ফেব্রুয়ারি: পাঁচ বছর আগে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ঘিরে অশান্ত হয়েছিল বাংলা ৷ আর কয়েকমাস পরই ফের পঞ্চায়েত ভোট হতে চলেছে এই রাজ্যে ৷ এবারও কি 2018 সালের পুনরাবৃত্তি হবে ? আপাতত এই প্রশ্নই ঘুরছে গ্রাম বাংলার মানুষের মনে ৷ শনিবার এই রাজ্যের মানুষের সেই প্রশ্নের উত্তর দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ বললেন, ‘‘পঞ্চায়েতে শান্তিপূর্ণ নির্বাচন হবে ৷’’
যদিও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) দলের বিরোধীরা পঞ্চায়েত ভোট নিয়ে আগেই হইচই শুরু করেছেন ৷ এবারও ভোটে শাসক দলের সন্ত্রাস হবে বলে অভিযোগ করেছে তারা ৷ সেকথা বিলক্ষণ জানেন তৃণমূল কংগ্রেসের ‘সেকেন্ড-ইন কমান্ড’ ৷ তাই তিনি এদিন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের রাজনৈতিক সভার মঞ্চ থেকে সেই প্রসঙ্গ তুলেছেন ৷ আর সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে ৷
অভিষেকের কথায়, ‘‘সিপিএম (CPIM), বিজেপি (BJP), কংগ্রেস (Congress) বলছে মনোনয়ন করতে দেবে না ৷ সিপিএমের হার্মাদ, বিজেপির জল্লাদ, কংগ্রেসের উন্মাদদের বলছি, মনোনয়ন না করাতে পারলে সরাসরি আমাকে জানাবেন ৷ আমি এসে মনোনয়ন করিয়ে দিয়ে যাব ৷’’ কয়েকমাস আগে নিজের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারের মানুষের অভাব-অভিযোগ শুনতে ‘এক ডাকে অভিষেক’ বলে একটি কর্মসূচি তৈরি করেছিলেন তিনি ৷ একটি ফোন প্রকাশ্যে আনা হয়েছিল ৷ সেই ফোন নম্বরের মাধ্যমে সেখানকার মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারতেন ৷ এদিন সেই নম্বরের প্রসঙ্গ আবার তুলেছেন অভিষেক ৷