পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: নবজোয়ার শেষেই কেন্দ্রের কাছ বাংলার টাকা ছিনিয়ে আনব, ডেবরা থেকে হুমকি অভিষেকের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

ডেবরার সভা থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ নবজোয়ার শেষে আন্দোলন করার ডাক দিলেন তিনি ৷

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : May 29, 2023, 10:51 PM IST

ডেবরা, 29 মে: ইডি সিবিআই লাগিয়ে নবজোয়ারকে আটকাতে পারবে না কেন্দ্র সরকার ৷ কারণ কাতারে কাতারে মানুষ এসেই তা প্রমাণ করে দিয়েছে । এই বাংলার মাটি কারও বশ্যতা স্বীকার করে না । এরই সঙ্গে সোমবার ডেবরা থেকে কেন্দ্র সরকারের কাছে ধরনার হুমকি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বললেন আন্দোলন হবে এই নবজোয়ার শেষে, বাংলার টাকা ছিনিয়ে আনার ।

তৃণমূলে নবজোয়ারের পশ্চিম মেদিনীপুর জেলার শেষপর্বে সোমবার ডেবরায় সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি ঘাটালের বীরসিংহপুর থেকে বেরিয়ে দাসপুরে এসে পৌঁছান । সেখানে 1930 সালের 6 জুন ব্রিটিশ আমলে দাসপুরের চেঁচুয়া গোবিন্দনগর গ্রামে ব্রিটিশ পুলিশের গুলিতে ঝাঁঝরা হওয়া 14 জন সত্যাগ্রহীর বেদিতে সম্মান জানান । এরপরে তিনি রওনা দেন ডেবরায় ৷ গাড়িতে করেই সভা করেন । সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্র সরকারকে তীব্রভাবে কটাক্ষ করেন । তার কটাক্ষ ছিল মূলত বাংলার টাকা আটকে রাখা নিয়ে ।

তিনি বলেন, "এই নবজোয়ার শেষ করেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বাংলার মানুষকে নিয়ে । কারণ বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার । যে টাকার অধিকার কেবল বাংলার মানুষের । দিল্লিতে গিয়ে অবস্থান বিক্ষোভ করে সেই টাকা ছিনিয়ে আনব । সেখানের আন্দোলনের রূপরেখা তৈরি করব আমি, সঙ্গ দেবেন আপনারা ৷ গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, যেখানে নেতা-মন্ত্রীর কোনও মূল্য নেই । ভারতবর্ষের শেষ কথা বলে জনগণ । মোদি যদি ভাবেন রিমোট কন্ট্রোলের বোতাম টিপে বাংলার মানুষের 100 দিনের ও আবাসের টাকা বন্ধ করে দেবেন তাহলে ভুল ভাবছেন । কারণ ইভিএমের বোতাম বাংলার মানুষের হাতে রয়েছে । এই বোতাম টিপে প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ আপনি বন্ধ করে দেবেন ।"

আরও পড়ুন : দিল্লিতে পরিবর্তন চাই ! জোট জল্পনার মাঝেই সোশালে জোরদার প্রচার তৃণমূলের

তিনি আরও জানান, কেন্দ্র সরকারকে অনেক বাবা বাছা বলা হয়েছে, অনেক সৌজন্যতা দেখানো হয়েছে । এবার এদেরকে উত্তর দিতে হবে । এরা যে ভাষায় কথা বোঝে সেই ভাষায় এদের উত্তর দিতে হবে । সিবিআই-ইডি লাগিয়ে এই নবজোয়ার বন্ধ করার চেষ্টা করেছিল কেন্দ্র সরকার ৷ কিন্তু আজকে কাতারে কাতারে মানুষ এসে প্রমাণ করে দিয়েছে, তারা পারেনি ।কারণ এই বাংলার মাটি বিপ্লবীদের মাটি । এই বাংলার মানুষ কারও বশ্যতা স্বীকার করে না ।

এদিন ডেবরাতে সভা করার পর তিনি সবংয়ের উদ্দেশ্যে রওনা দেন । সেখানে তার রাত্রিবাসের কথা রয়েছে । এরপর কাল দুপুর নাগাদ তিনি পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details