ঝাড়গ্রাম, 8 ডিসেম্বর : খেলা চলাকালীন গুলি চলল ঝাড়গ্রাম পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাছুরডোবা এলাকায় । ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের । তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম পুলিশ । অভিযুক্ত পলাতক । তার বাড়ি পুড়িয়ে দিয়েছেন স্থানীয়রা ।
মৃতের নাম শেখ তকবির আলি । রাধানগর গ্রামের বাসিন্দা ছিলেন । অভিযুক্তর নাম বিশ্বজিৎ প্রধান । বাছুরডোবা এলাকার বাসিন্দা । পেশায় এনভিএফের কর্মী । স্থানীয়রা বলেন, ঝাড়গ্রাম প্রিমিয়ার লিগ নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল । সেই খেলা দেখার জন্য ঝাড়গ্রাম শহর লাগোয়া রাধানগর গ্রামের কয়েকজন যুবক সেখানে আসেন ।