পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেদিনীপুরে পুজো দেখে বাড়ি ফেরার পথে খুন যুবক

মেদিনীপুর থানার পুলিশের তরফে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী ঘটনাস্থানে গেছিল ৷ কয়েকজনকে আটকও করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, কয়েক মাস আগে বজরং ক্লাবের এক সদস্য খুন হয়ে যায় এই ধর্মা এলাকায় ৷ সেই ঘটনায় সঙ্গে এই খুনের কোনও যোগাযোগ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

খুন হওয়া যুবক

By

Published : Oct 28, 2019, 5:37 PM IST

Updated : Oct 28, 2019, 5:43 PM IST

মেদিনীপুর, 28 অক্টোবর : মেদিনীপুর শহরে দুষ্কৃতী হামলা, পিটিয়ে খুন এক যুবককে ৷ ঘটনায় আহত আরও তিনজন ৷ ঘটনা মেদিনীপুর শহরের কোতোয়ালির কর্নেল গোলা এলাকার ৷

কালীপুজো উপলক্ষ্যে আজ ভোরে ঠাকুর দেখে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে ফিরছিল রাজু নিমাই ও তার তিন বন্ধু ৷ ঠাকুর দেখে ফেরার মুখে কর্নেল গোলার সামনে তাদের ঘিরে ধরে দুষ্কৃতীরা ৷ কোনও কথা না বলেই সেই কয়েকজন দুষ্কৃতী তাদের উপরে আক্রমণ চালায় ৷ লাঠি, রড দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় এই তিন যুবককে ৷ ঘটনাস্থানে লুটিয়ে পড়ে রাজু নিমাই (২০) ৷ এর পরে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ৷ জখম তিনজনের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর থানার পুলিশ ৷ পুরোনো শত্রুতার জেরে এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ৷

মৃতের পরিবারের সদস্য অজিত নিমাই ও মনোজ নিমাইয়ের অভিযোগে, "শহরের বজরং ক্লাবের সদস্যরা এই ঘটনার সঙ্গে যুক্ত ৷ ঠাকুর দেখে ফেরার সময় ওরা আমাদের ঘিরে ধরে মারধর করতে শুরু করে ৷ কিছু বোঝার আগেই আমাদের মেরে পালিয়ে যায় ৷ আমরা বারবার আবেদন করেছিলাম ৷ হাতে-পায়ে ধরেছিলাম ৷ কিন্তু, কোনও কথা শোনা হয়নি ৷ আমাদের সাথে আক্রান্ত হয়েছে হয়েছে পুজো দেখতে আসা কয়েকজন মহিলাও ৷" মৃতের পরিবারের দাবি, দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে ৷ না হলে তারা আন্দোলনে নামবে ৷

মেদিনীপুর থানার পুলিশের তরফে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী ঘটনাস্থানে গেছিল ৷ কয়েকজনকে আটকও করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, কয়েক মাস আগে বজরং ক্লাবের এক সদস্য খুন হয়ে যায় এই ধর্মা এলাকায় ৷ সেই ঘটনায় সঙ্গে এই খুনের কোনও যোগাযোগ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Oct 28, 2019, 5:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details