চন্দ্রকোণা, 23 মে : এতদিনের প্রবাদ বাক্য বাস্তবে ফলে গেল ৷ বিনা মেঘের বজ্রপাতে মৃত্যু হল এক যুবকের ৷ চন্দ্রকোণা 2নং ব্লকের বান্দিপুর 2নং গ্রাম পঞ্চায়েতের ঘনরামপুর গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ বজ্রাঘাতে মৃত্যু হয়েছে সুখেন্দু খামরুই নামে বছর পঁচিশের ওই যুবকের ৷
জানা গিয়েছে, আজ দুপুরে মাঠে গোরু আনতে গিয়েছিলেন সুখেন্দু খামরুই ৷ সে সময় আকাশ পরিষ্কার ছিল ৷ এমনকি জৈষ্ঠ্যের দুপুরে চড়া রোদ তখন ৷ তাই মাঠের পাশে একটি ছাউনিতে দাঁড়িয়েছিলেন তিনি ৷ গ্রামবাসীদের দাবি, হঠাৎই বাজ পড়তে শুরু করে সেখানে ৷ গ্রামের সবাই এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন ৷ বাজ পড়ায় সুখেন্দু খামরুই সেই ছাউনির নিচেই দাঁড়িয়ে ছিলেন ৷ কিন্তু, বাজের আঘাত থেকে বাঁচতে পারেননি তিনি ৷ বিনা মেঘের এই বজ্রপাতে মৃত্যু হয় তাঁর ৷