পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেশিয়াড়িতে গণ ভাইফোঁটা, দুস্থ ভাইদের ভালোবাসায় ভরিয়ে দিল দিদিরা - গণভাইফোঁটা

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির খাজরাতে গণ ভাইফোঁটার আয়োজন করল নো সুটিং নালন্দা এডুকেশন সার্ভিস সোসাইটি ৷ দুস্থ ক্ষুদে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত হলো গণ ভাইফোঁটার আয়োজন।

sisters filled brothers with love
দিদিরা ভালোবাসায় ভরিয়ে দিল ভাইদের

By

Published : Nov 16, 2020, 10:59 PM IST

কেশিয়াড়ি, 16 নভেম্বর : কোরোনা কেড়েছে বহু প্রাণ কিন্তু পারেনি কেড়ে নিতে ভালোবাসার সম্পর্ক। যে সম্পর্ক ভাইবোনের সম্পর্ক। ভাইবোনেদের মিলিয়ে দিতে গণভাইফোঁটার আয়োজন করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কোরোনা সংক্রমণের জন্য যাবতীয় বিধি নিষেধ ও দূরত্ব বজায় রেখেই গণ ভাইফোঁটা কেশিয়াড়ির খাজরাতে। এখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুস্থ ক্ষুদে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত হলো গণ ভাইফোঁটার আয়োজন। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের খাজরা পঞ্চায়েত এলাকার কাপাসগেড়িয়াতে এই ভাই ফোঁটা হলো। নো সুটিং নালন্দা এডুকেশন সার্ভিস সোসাইটির পক্ষ থেকে এদিন এই দিনটি পালিত হয় অন্যভাবে। এদিন সংগঠনের পক্ষ থেকে এলাকার দুস্থ ছেলেমেয়েদের নিয়ে এই ভাইফোঁটার আয়োজন করা হয়। কচিকাঁচা ও সমবয়সিরা এদিন ভাইফোঁটা দেয়।

কপালে ফোঁটা দিয়ে এদিন লুচি,মিষ্টি মুখও করিয়েছে বোনেরা । নানা উপাচার সাজিয়ে আচার মেনেই ভাইফোঁটায় সামিল হয় এলাকার দুঃস্থ ছেলেমেয়েরা। প্রত্যেকের হাতে এদিন ভাইফোঁটা উপলক্ষ্যে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়েছে সোসাইটির পক্ষ থেকে। নতুন জামা সহ ভাইফোঁটা পেয়ে খুশী খুদেরা। এলাকার ছেলেমেয়েদের ভাইবোনের সুস্থ সম্পর্ক গড়ে তুলে সম্মান জানানোর বার্তা দিতে এই উদ্যোগ বলে জানান উদ্দোক্তারা। দীর্ঘ নয় বছর ধরে নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি নিয়ে কাজকর্ম চালিয়ে আসছে নালন্দা এডুকেশন সোসাইটি। এবছর কোরোনা পরিস্থিতিতে সোসাইটির উদ্যোগে ত্রাণ সহ বিভিন্ন সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার তুলে দেওয়া হয় দুস্থ এলাকায়। মূলত দুস্থ ও পিছিয়ে পড়া এলাকায় মানুষের পাশে দাঁড়াতে ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে সোসাইটির তরফে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রবীর ভট্টাচার্য, সম্পাদক চয়ণ বেরা, সংগঠনের সদস্য প্রবীর পাত্র সহ আরও অনেকে।

কোরোনার সংক্রমণের আবহে ভালোবাসার ছোয়া
এই দিনের গণ ভাইফোঁটার ফলে যেমন একদিকে দুস্থ বাচ্চারা তার দিদিকে পেল, তেমনি অপরদিকে দিদিরা ভালোবাসায় ভরিয়ে দিল ভাইদের। মিষ্টিমুখ উপহার পেয়ে আপ্লুত ভাইবোনেরা। ফোঁটা দিয়ে দিদিরা জানালো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা।

ABOUT THE AUTHOR

...view details