পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালোজিরে দিয়ে ছবি এঁকে ইরফানকে শ্রদ্ধা কেশপুরের শিক্ষকের

কালোজিরের উপর প্রয়াত অভিনেতার প্রতিকৃতি এঁকে নেটিজেনদের নজর কেড়ে নিয়েছেন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের শিক্ষক নরসিংহ দাস l সেই ছবি তিনি ফেসবুকেও পোস্ট করেন l

ইরফানকে শ্রদ্ধা শিক্ষকের
ইরফানকে শ্রদ্ধা শিক্ষকের

By

Published : Apr 29, 2020, 8:14 PM IST

মেদিনীপুর, 29 শে এপ্রিল: লাঞ্চবক্স, পান সিং তোমর, কিসসা, তলওয়ার, পিকু-র মতো বহু সুপারহিট ছবির অভিনেতা ইরফান খানকে অভিনবভাবে শ্রদ্ধা জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার এক শিক্ষক l বুধবার সকালে 53 বছর বয়সে ক্যানসারে আক্রান্ত এই বলিউড অভিনেতার মৃত্যু হয়েছে l তারপর থেকেই সোশাল মিডিয়া জুড়ে শোকের আবহ l কালোজিরের উপর প্রয়াত অভিনেতার প্রতিকৃতি এঁকে নেটিজেনদের নজর কেড়ে নিয়েছেন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের শিক্ষক নরসিংহ দাস l সেই ছবি তিনি ফেসবুকেও পোস্ট করেন l নরসিংহ বাবুর এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছে সোশাল মিডিয়ার নেটিজেনরা l

বুধবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে মাত্র 53 বছর বয়সে প্রয়াত হন বিশিষ্ট অভিনেতা ইরফান খান l বলিউড ছাড়াও অভিনয় করেছেন লাইফ অফ পাই, জুরাসিক ওয়ার্ল্ডের মতো হলিউড ছবিতেও l তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে তাঁর অনুরাগীরা বিভিন্নভাবে শ্রদ্ধা জানাতে শুরু করেন l একটু অন্য ভাবে প্রয়াত প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানালেন জেলা সদর কোতোয়ালির অন্তর্গত মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা নরসিংহ দাস l পেশায় শিক্ষক নরসিংহ দাস শিক্ষকতা করেন কেশপুর ব্লকের মহিষাগেড়া হাই মাদ্রাসায় l কালো জিরে দিয়ে তাঁর আঁকা ইরফান খানের প্রতিকৃতি বাহবা কুড়িয়েছে l

প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা শিক্ষকের

তবে এই প্রথম নয়, অতীতে শাক-সবজি, দেশলাই কাঠি, মুসুর ডাল দিয়ে এই ধরনের শিল্প সৃষ্টি করেছেন ওই শিক্ষক l

ABOUT THE AUTHOR

...view details