পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গড়বেতায় নাবালিকা ধর্ষণে গোপন জবানবন্দি, অভিযুক্ত পলাতক - rape case of minor girl

টিভি দেখানোর নাম করে বাড়িতে ডেকে নিয়ে নাবালিকা ধর্ষণ ৷ অভিযুক্ত পলাতক ৷ গড়বেতার ঘটনা ৷ তদন্তে পুলিশ ৷

a minor girl physically assaulted at garhbeta
গড়বেতায় নাবালিকা ধর্ষণ

By

Published : Sep 4, 2020, 1:50 PM IST

গড়বেতা, 4 সেপ্টেম্বর : বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত ওই নাবালিকার আত্মীয় ৷ গড়বেতা থানা এলাকার ঘটনা ৷ ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্ত পলাতক ৷ ইতিমধ্যে মেদিনীপুর আদালতে ওই নাবালিকা গোপন জবানবন্দী দিয়েছে ৷ তার ভিত্তিতে গড়বেতা থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷

অভিযুক্তের নাম প্রদ্যুৎ মণ্ডল, বয়স 26 ৷ জানা গেছে, বেশ কয়েকদিন আগে প্রদ্যুৎ আত্মীয়ের বাড়ি আসে ৷ বাড়িতে কেউ না থাকায় টিভি দেখার নাম করে খুড়তুতো বোনকে ডেকে নিয়ে আসে ৷ অভিযোগ, বাড়িতে ডেকে এনে তার হাত-পা-মুখ বেঁধে ধর্ষণ করে প্রদ্যুৎ ৷

আরও জানা গেছে, পরে বিষয়টি জানাজানি হতেই নাবালিকার পরিবারকে টাকা পয়সা দেওয়ার কথা ওঠে ৷ টাকা পয়সার পরিবর্তে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযুক্তের পরিবার ৷ নাবালিকার পরিবার বর্ধমানে তার মামার বাড়িতে পাঠিয়ে দেয় ৷ সেখানে অসুস্থ হয়ে পড়লে বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়া হয় ৷ পরে নাবালিকার পরিবার বুধবার গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷

গতকাল নাবালিকাকে মেদিনীপুর আদালতে গোপন জবানবন্দী দেয় ৷ নাবালিকার বাড়ির লোক অভিযুক্তের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ৷ যদিও অভিযুক্ত এখনও পলাতক ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details