পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Child Left : শিশু কন্যাকে মাছ বিক্রেতার কাছে ফেলে উধাও মদ্যপ ব্যক্তি - ঘাটাল

বাসে এক অপরিচিত মহিলার কাছে শিশু কন্যাকে ফেলে উধাও হয়ে গেল এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মেছগ্রামে । পরে এই মহিলা শিশুটিকে নিয়ে পুলিশের দ্বারস্থ হন ৷

Child Left
বাসে শিশুকে এক অপরিচিত মহিলার কাছে ফেলে উধাও ব্যক্তি

By

Published : Oct 18, 2021, 11:48 AM IST

দাসপুর, 18 অক্টোবর: মাছ বিক্রি করে বাসে চড়ে বাড়ি ফিরছিলেন বছর পঞ্চাশের রেবতী ভুঁইয়া ৷ পথে এক অচেনা ব্যক্তি তাঁর শিশু কন্যাকে রেবতী দেবীর কোলে দেন ৷ আর তারপরই বাস থেকে নেমে উধাও হয়ে যায় ওই ব্যক্তি ৷ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত মেছগ্রামের ঘটনা । পরে পুলিশের পরামর্শে ওই এক বছরের শিশুটিকে নিয়ে হাসপাতালে নিয়ে যান পেশায় মাছ বিক্রেতা এই রেবতী ভুঁইয়া ।

জানা গিয়েছে, রেবতী ভুঁইয়া নামে ওই মহিলার বাড়ি দাসপুর থানার জগন্নাথপুরে । প্রতিদিনের মতো শনিবার দুপুরেও পাঁশকুঁড়া বাজারে মাছ বিক্রি করে ঘাটাল-পাঁশকুড়া বাসে চড়ে গ্রামে ফিরছিলেন রেবতী দেবী । তিনি জানিয়েছেন, শিশু কন্যাকে কোলে নিয়ে একই বাসে ওঠে এক মদ্যপ ব্যক্তি । রেবতী দেবীর কথায়, ওই মদ্যপ ব্যক্তির কোলে থাকা এক শিশুকে তাঁর কাছে রেখে পাশের সিটে বসে পড়ে । এতে আপত্তি জানাননি ওই মহিলা ৷ আর তারপরই ঘটে অবাক করা মতো ঘটনা । মেছগ্রাম স্টপে বাস থামলে শিশুটিকে না নিয়ে আচমকাই বাস থেকে নেমে যায় ওই ব্যক্তি । ততক্ষণে বাস দাসপুরের উদ্দেশে রওনা দিয়ে দিয়েছে । এই অবস্থায় কি করবে ভেবে কুলকিনারা না পেয়ে শিশুটিকে নিয়ে নিজের বাড়িতে ফেরেন এবং শিশুটির খোঁজে কেউ না আসায় ওই মহিলা দাসপুর থানার দ্বারস্থ হন। দাসপুর থানার পুলিশের তরফে শিশুটিকে দাসপুর হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ পরে রবিবার সকালে শিশুটির শারীরিক অবস্থার কথা ভেবে ঘাটাল হাসপাতালে ভর্তি করেন।

বাসে শিশুকে এক অপরিচিত মহিলার কাছে ফেলে উধাও ব্যক্তি

দাসপুর থানার পুলিশের তরফে গোটা ঘটনা খতিয়ে দেখে শিশুটির পরিবারের খোঁজ শুরু করে ৷ খবর দেওয়া হয় চাইল্ড লাইনেও । পুলিশ সূত্রে খবর, শিশুর পরিবারের খোঁজ চলছে। সঠিক তথ্য নিয়ে আসলে তাদের হাতে শিশুটিকে তুলে দেওয়া হবে। আর এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় দাসপুর জুড়ে।

আরও পড়ুন: বিধি শিকেয় ! চন্দ্রকোনায় বিসর্জনে মহিলাদের উদ্দাম নাচ

ABOUT THE AUTHOR

...view details