পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kharagpur Murder Case : মাকে বাঁচাতে গিয়ে বাবার হাতে খুন ছেলে ! - Kharagpur Murder Case

ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি (A Man Allegedly Murder His Son in Kharagpur) ৷ খড়গপুরের কৃষ্ণপুরের ঘটনায় অভিযুক্ত অর্জুন নায়েককে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ অভিযোগ অর্জুন নায়েক তাঁর স্ত্রীকে মারতে যাচ্ছিলেন ৷ সেই সময় ছেলে লক্ষ্মীকান্ত বাধা দিলে, তাঁকেই মারধর করে অর্জুন ৷ যার জেরে গুরুতর জখম হন লক্ষ্মীকান্ত ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় (Kharagpur Murder Case) ৷

A Man Allegedly Murder His Son in Kharagpur
A Man Allegedly Murder His Son in Kharagpur

By

Published : Jan 24, 2022, 10:13 AM IST

খড়গপুর, 24 জানুয়ারি : মাকে বাঁচাতে গিয়ে বাবার হাতে প্রাণ খোয়ালেন এক যুবক (A Man Allegedly Murder His Son in Kharagpur) ৷ ঘটনাটি ঘটেছে খড়গপুরের কৃষ্ণপুরে ৷ অভিযুক্ত অর্জুন নায়েককে গ্রেফতার করেছে পুলিশ ৷ মৃত লক্ষ্মীকান্ত নায়েকের স্ত্রী আলপনার অভিযোগের ভিত্তিতে পুলিশ অর্জুন নায়েককে গ্রেফতার করে ৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে (Kharagpur Murder Case) ৷

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অর্জুন নায়েক প্রায়ই মদ্য়প অবস্থায় বাড়িতে অশান্তি করত ৷ এমনকি স্ত্রীকে মারধরও করত ৷ কয়েকদিন আগে সেরকমই মদ্যপ অবস্থায় অর্জুন নায়েক তাঁর স্ত্রীকে মারধর করছিল বলে অভিযোগ ৷ সেই সময় তাঁদের ছেলে লক্ষ্মীকান্ত বাড়িতে ছিলেন ৷ মাকে মারতে দেখে তিনি বাধা দেন ৷ অভিযোগ, লক্ষ্মীকান্ত বাধা দেওয়ায় তাঁর উপরে হামলা চালায় অর্জুন ৷ বঁটির বাট দিয়ে ছেলেকে মারতে থাকে ৷ যার জেরে কয়েক মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন লক্ষ্মীকান্ত নায়েক ৷ এর পর স্থানীয়রাই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন ৷

আরও পড়ুন : Sagardighi Couple Attack : ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের উপর হামলা দম্পতির, মৃত স্বামী

শনিবার সকালেই হাসপাতালেই মৃত্যু হয় লক্ষ্মীকান্ত নায়েকের ৷ ময়নাতদন্তের পর দেহ বাড়িতে নিয়ে গেলে সেখানেই ছিল অভিযুক্ত অর্জুন নায়েক ৷ এই ঘটনায় লক্ষ্মীকান্তের স্ত্রী আলপনা পুলিশ অভিযোগ জানান শ্বশুরের বিরুদ্ধে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অর্জুন নায়েককে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, লক্ষ্মীকান্ত এবং আলপনার এক কন্যা সন্তান রয়েছে ৷ অর্জুন নায়েককে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details