মেদিনীপুর, 26 জানুয়ারি: সরস্বতীপুজোয় (Saraswati Puja 2023) একেবারে অন্যরকমের এক ভাবনা উপস্থাপিত করল মেদিনীপুর শহর ৷ সৌজন্যে মহতাবপুর প্রান্তিক নগরের অভিনন্দন সংঘ ৷ এবার থিমভিত্তিক পুজোর আয়োজন করেছে তারা ৷ থিমের নাম, 'চলমান সরস্বতী' ! তার মানে কিন্তু নয় যে এই সরস্বতী প্রতিমা জীবন্ত ! এখানে দেবী সরস্বতী চলন্ত, কারণ তিনি যান্ত্রিক ! এককথায় রোবট (Robot Saraswati in Medinipur) !
এমন বিষয় ভাবনা কেন ?
এর জবাব দিলেন ক্লাবের অন্যতম সদস্য় রাজা মাইতি ৷ তিনি বলেন, "বাঙালির কাছে সরস্বতীপুজো মানে আবেগ, নস্টালজিয়া ৷ কিন্তু, আজ সেই আবেগ কোথাও যেন সঙ্কুচিত হয়ে যাচ্ছে ! এখনকার ছেলেমেয়েরা বড্ড বেশি যন্ত্রনির্ভর ৷ তারা, মাঠ, ময়দানে দাপিয়ে বেড়ায় না ৷ বদলে সময় কাটায় সোশাল মিডিয়ায় ৷ আগেকার দিনে বাড়ির খুদে সদস্যদের সঙ্গে প্রবীণদের আত্মিক যোগ ছিল ৷ এখন আর সেসব নেই ৷ দাদু, ঠাকুমার কাছে এখন আর ক'জন গল্প শোনে ৷ আমরা সবাই যেন এখন রোবট ৷ খালি গতি চাই আমাদের ৷ আজ থেকে 50 বছর পর কী হবে, জানি না ৷ তখন হয়তো আমাদের সরস্বতীও রোবটের মতোই হবে ৷ আমরা সব বন্দি হয়ে যাব ৷ আমাদের কাজ করবে রোবট ! এই ভাবনা থেকেই আমাদের এই থিমের আয়োজন ৷"
আরও পড়ুন:প্রয়াণের 150 বছর পর মধুকবিকে বিদায় সংবর্ধনা !
রোবট সরস্বতী নজর কেড়েছে দর্শনার্থীদের ৷ প্রতিমার বিশেষত্ব শুনে দূর-দূরান্ত থেকে বহু মানুষ দেবীদর্শনে আসছেন ৷ কিন্তু, একইসঙ্গে এই থিম ভাবনা অনেক প্রশ্ন তুলে দিয়েছে ৷ যা নিঃসন্দেহে আশঙ্কার ৷ বিষয় ভাবনার কারণেই এখানে সরস্বতী প্রতিমার মুখে ফুটে ওঠেছে যন্ত্রমানবের অবয়ব ! বাগদেবীর যে রূপের সঙ্গে আমাদের চিরকালের পরিচয়, তার থেকে এ যেন একেবারে অন্যরকম ! ভয় হয়, তাহলে কি ভবিষ্যতে সবকিছুই এভাবে আবেগ হারাবে ? হারিয়ে যাবে প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, বন্ধুত্ব ? তখন কি বাঙালির সাধের সরস্বতীপুজোরও নিয়ম পালবে যন্ত্রমানবের দল ?