চন্দ্রকোনা, 7 ফেব্রুয়ারি : NRC ও CAA-এর বিরুদ্ধে প্রতিবাদ এবার এক খুদের হাতেও উঠে এল ৷ সম্প্রতি ছবি এঁকে কেন্দ্রের এই দুই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এক নাবালিকা ৷ তার আঁকা ছবিতে উঠে এসেছে NRC, CAA-র বিরুদ্ধে প্রতিবাদ ৷
CAA, NRC প্রতিবাদে ছবি খুদের - ছবি এঁকে সিএএ এনআরসির প্রতিবাদ শিশুর
CAA, NRC-প্রতিবাদ ছোট্ট হাতে ৷ ছবি এঁকে দুই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এক নাবালিকা ৷
7 বছর বয়সি অগ্নিভা সাউ ক্লাস টুয়ে পড়ে ৷ বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার নয়াগঞ্জ এলাকায় ৷ সম্প্রতি ছবি এঁকে NRC, CAA-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সে ৷ অগ্নিভার বাবা অভিষেক সাউ পেশায় স্কুল শিক্ষক ৷ তিনি জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি আঁকাতে খুবই ভালোবাসে অগ্নিভা ৷ স্থানীয় একটি নার্সারি স্কুলে পড়ে সে ৷ সম্প্রতি টেলিভিশনসহ অন্যান্য অনেক জায়গায় NRC, CAA নিয়ে শোনার পর থেকেই তার ছোট্ট মনে প্রশ্ন আসে কী এই দুই বিষয় ? এরপর তাকে NRC, CAA-র বিষয় বোঝানো হয় ৷ তারপর নিজে নিজেই সে এই দুই বিষয় নিয়ে আঁকা শুরু করে ৷
ড্রয়িং খাতায় CAA, NRC-র প্রতিবাদে একটি আঁকা এঁকেছে অগ্নিভা ৷ ছবিটিতে দেখা যাচ্ছে দেশের পতাকার গেরুয়া রংয়ের উপর লেখা NO NRC ৷ নিচে সবুজ রংয়ের উপর লেখা NO CAA ৷ এই পতাকা নিয়ে উড়ছে একটি পায়রা ৷ শান্তির দূত পায়রা ভারতের পতাকা মুখে নিয়ে প্রতিবাদ জানাচ্ছে, এই মানেই তুলে ধরতে চেয়েছে আঁকার মাধ্যমে ৷ অগ্নিভার এই প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও বাবা মা ৷