পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুকুরে ডুবে মৃত্যু 10 মাসের শিশুর - পুকুরে ডুবে মৃত্যু শিশুর

অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ঢুবে মৃত্যু হল দশ মাসের এক শিশুর ৷ ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুরের 2 নং ব্লকের গুরমা গ্রামে ৷

jhargram child death
পুকুরে ডুবে মৃত্যু শিশুর

By

Published : Jul 1, 2020, 9:31 PM IST

ঝাড়গ্রাম,1জুলাই : বাড়ির অন্যান্য বাচ্চাদেরসঙ্গে খেলতে গিয়ে পুকুরে ঢুবে মৃত্যু হল10মাসের এক শিশুর ৷ ঘটনাটি ঘটেছেগোপীবল্লভপুরের2নংব্লকের গুরমা গ্রামে ৷ শিশুটির নাম মোহিত সোরেন ৷

সাতসকালে বাড়ির পুকুরে ডুবে মৃত্যু হয়এই শিশুরlপরিবারসূত্রে জানা গিয়েছে,আজ সকালেবাড়ির অন্যান্য বাচ্চাদের সাথে খেলছিল10মাসের মোহিত সরেন। এই সময় বাড়ি লাগোয়াপুকুরে ডুবে যায় সে । আকস্মিক এই ঘটনায় অন্যান্য বাচ্চারা চিৎকার করে খবর দেয়বাড়ির লোকেদের। মোহিতের বাড়ির আত্মীয়রা তাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে ৷ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছেগুরমা গ্রামে সরেন পরিবারে । মোহিতের বাবা মঙ্গল সরেন বলেন,সকালে জমিতে কাজ করতে গিয়েছিলাম ৷ খবর পেয়ে এসে দেখিমোহিতকে পুকুর থেকে উঠিয়েছে পরিবারের সদস্যরা। মোটর সাইকেলে করে তাকে হাসপাতালেনিয়ে আসি।বাড়ির অন্যান্য দিনের মতোই বাচ্চাদের সঙ্গে খেলছিল মোহিত।সেই সময়অন্যানদের চোখের আড়ালে পুকুরে চলে যায় মোহিত ।

ABOUT THE AUTHOR

...view details