ঝাড়গ্রাম,1জুলাই : বাড়ির অন্যান্য বাচ্চাদেরসঙ্গে খেলতে গিয়ে পুকুরে ঢুবে মৃত্যু হল10মাসের এক শিশুর ৷ ঘটনাটি ঘটেছেগোপীবল্লভপুরের2নংব্লকের গুরমা গ্রামে ৷ শিশুটির নাম মোহিত সোরেন ৷
পুকুরে ডুবে মৃত্যু 10 মাসের শিশুর - পুকুরে ডুবে মৃত্যু শিশুর
অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ঢুবে মৃত্যু হল দশ মাসের এক শিশুর ৷ ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুরের 2 নং ব্লকের গুরমা গ্রামে ৷
পুকুরে ডুবে মৃত্যু শিশুর
সাতসকালে বাড়ির পুকুরে ডুবে মৃত্যু হয়এই শিশুরlপরিবারসূত্রে জানা গিয়েছে,আজ সকালেবাড়ির অন্যান্য বাচ্চাদের সাথে খেলছিল10মাসের মোহিত সরেন। এই সময় বাড়ি লাগোয়াপুকুরে ডুবে যায় সে । আকস্মিক এই ঘটনায় অন্যান্য বাচ্চারা চিৎকার করে খবর দেয়বাড়ির লোকেদের। মোহিতের বাড়ির আত্মীয়রা তাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে ৷ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।