পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেদের কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা, কিছু করে দেখাতে চায় মাধ্যমিক পরীক্ষার্থী মজিবুর

শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে চন্দ্রকোনার বাসিন্দা মজিবুর সরকার ৷ ঠিকঠাক চলাফেরা করতে পারে না ৷ তবুও তার অদম্য জেদের কাছে হার মেনেছে সবরকম প্রতিবন্ধকতা ৷

aa
মজিবুর সরকার

By

Published : Feb 15, 2020, 6:31 AM IST

চন্দ্রকোনা, 14 ফেব্রুয়ারি: হাঁটাচলা তো দূরের কথা, ঠিক করে বসতে পারে না মাধ্যমিক পরীক্ষার্থী মজিবুর সরকার ৷ তবুও ইচ্ছাশক্তি আর মনের জোরের কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা ৷ ধীরে ধীরেই চালিয়ে যাচ্ছে পরীক্ষার প্রস্তুতি ৷ কারণ তার চোখে এখন স্বপ্ন, উচ্চশিক্ষিত হয়ে কিছু করার ৷ আর তার মা সহ স্কুলের প্রধান শিক্ষক আশিস হাটুই ইতিমধ্যে বোর্ডে চিঠি দিয়ে মজিবুরের জন্য অতিরিক্ত সময়ের আবেদনও করেছেন ৷

চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুরের কৃষ্ণপুর মধ্যম পাড়ার বাসিন্দা মজিবুর ৷ বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরের কৃষ্ণপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র সে ৷ পরিবারে রয়েছে বাবা, মা ও দুই ভাই ৷ বাবা অহিদুর সরকার পেশায় দিন মজুর ৷ পরিবারে আর্থিক স্বাচ্ছন্দ্য একেবারেই নেই ৷ তবুও ছেলের পড়াশোনায় আগ্রহ দেখে মুখ ফিরিয়ে থাকতে পারেননি কেউই ৷ ছেলের অদম্য ইচ্ছার পাশে রয়েছেন তাঁরা ৷ কোলে করে স্কুলে দিতে যাওয়া ও নিয়ে আসা সবই করেন অহিদুর সরকার, মা জাহানারা বিবি ৷

অদম্য জেদের কাছে হার মেনেছে শারীরিক প্রতিবন্ধকতা

18 তারিখ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা ৷ বাবা-মায়ের কোলে করেই স্কুলে গিয়ে পরীক্ষার জন্য অ্যাডমিট নিয়ে এসেছে মজিবুর ৷ বেশিক্ষণ বসে থাকতে পারে না ৷ তাই দিনের মধ্যে অল্প অল্প সময় করেই পরীক্ষার প্রস্তুতি সেরে নিচ্ছে ৷ আশা, ভালো ফল হবে ৷ স্কুলের প্রধান শিক্ষক আশিস হাটুই বোর্ডে চিঠি দিয়ে আবেদনও করেছেন, মজিবুর যাতে পরীক্ষার সময় অতিরিক্ত কিছু সময় পায় ৷ আর্থিক অনটন এবং শারীরিক প্রতিবন্ধকতার কারণে গৃহশিক্ষকের কাছে যেতে পারেনি মজিবুর ৷ তবে স্কুলের তরফে সবরকম সহযোগিতা মিলেছে বলে জানিয়েছে পরিবার ৷ চন্দ্রকোনার লক্ষ্মীপুর হাইস্কুলে সেন্টার পড়েছে মজিবুরের ৷

জন্ম থেকেই শারীরিক সমস্যাই প্রধান বাধা মজিবুরের ৷ গত ছয় বছর হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছিল ৷ তবুও পরীক্ষার প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না সে ৷ মাধ্যমিকের পরও উচ্চশিক্ষা চালিয়ে যেতে চায় ৷ উচ্চমাধ্যমিক, কলেজে পড়ার পর নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন বুনে চলে প্রতিদিন ৷ শারীরিক প্রতিবন্ধকতা পিছনে ফেলে জয়ী হতে চায় মজিবুর ৷

ABOUT THE AUTHOR

...view details