খড়গপুর, 24 ডিসেম্বর: করোনা সংক্রমণের পর আবার সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন হল খড়গপুর আইআইটি (IIT Kharagpur Convocation)-তে ৷ এটি প্রতিষ্ঠানের 68তম সমাবর্তন (68th Convocation of IIT Kharagpur)৷ পড়ুয়া, প্রাক্তনী এবং অধ্যাপকরা সকলে এবারের সমাবর্তনে অংশ নেন ৷ এমনকি প্রাক্তন অধ্যাপকরাও এবছরের সমাবর্তনে অংশ নেন ৷ তাঁদেরও সম্মানিত করা হয় ৷ সমাবর্তনের অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলেও, বিশেষ কারণে এদিন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় উপস্থিত হতে পারেননি খড়গপুর আইআইটি-তে ৷
2 বছর বন্ধ থাকার পর জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে খড়গপুর আইআইটির 68তম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হল ৷ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেরনস বনসাই লিমিটেডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা পিটার চ্যান এবং গভর্নিং বডির চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ সিং ৷ এইদিন প্রথম পর্বে খড়গপুর আইআইটি-র অধ্যাপক ব্রিজ কুমার ধিনদৌকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয় ৷ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ সুধীর জৈনকে নাইন লাইফ ফেলো অ্যাওয়ার্ড দেওয়া হয় ৷ এছাড়া প্রফেসর পরিমল পাল চৌধুরী, ড. তপন বাগচি, প্রফেসর ড. উদয় চট্টোপাধ্যায়-সহ মোট 40 জন আইআইটি-র প্রাক্তনী তথা বিশিষ্ট অধ্যাপকদের পুরস্কৃত করা হয় ৷
এরই সঙ্গে 9 জন শিক্ষার্থীকে তাঁদের নিজ নিজ বিষয়ে সাফল্যের জন্য স্বর্ণপদক এবং 26 জন পড়ুয়া রুপোর পদক দেওয়া হয় ৷ মূল এম টেক, এমসিপি, এমবিএ, ইএমবিএ, এলএলএম এবং এমএইচআরএম এর পড়ুয়াদের স্বর্ণপদক এবং রুপোর পদক দেওয়া হয়েছে ৷ সমাবর্তন অনুষ্ঠানের পর বিখ্যাত শিল্পী বিদুষী (ড.) অশ্বিনী ভিদে দেশপান্ডের পরিবেশনা-সহ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আইআইটি-তে ৷ খড়গপুর আইআইটি-র ডিরেক্টর প্রফেসর ভিকে তিওয়ারি পড়ুয়াদের আগামী দিনের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান ৷ সেই সঙ্গে প্রাক্তনীদের অভিনন্দন জানান, তাঁদের সাফল্যের জন্য ৷