ঘাটাল, 2 আগস্ট: ইঞ্জিন চালিত ট্রলির স্টিয়ারিংয়ের তার কেটে পথ দুর্ঘটনা ৷ বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের জলসরা এলাকার এই দুর্ঘটনায় আহত তিন স্কুল পডুয়া-সহ পাঁচ ৷ আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন ।
পুলিশ সূত্রে খবর, এদিন সকাল 10টা নাগাদ চন্দ্রকোনার দিক থেকে একটি খালি ইঞ্জিন চালিত ট্রলি ঘাটালের দিকে আসছিল । সেই সময় ঘাটালের জলসরা রামকৃষ্ণ হাই স্কুল সংলগ্ন এলাকায় ইঞ্জিন ট্রলির স্টিয়ারিং তারটি কেটে যায় । নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল পড়ুয়া ও দুই পথচারীকে ধাক্কা মারে ৷ স্থানীয় বাসিন্দারা আহত পড়ুয়াদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান । খবর দেওয়া হয় আহত পড়ুয়াদের পরিবারের লোকজনকেও ৷
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ঘাটাল থানার পুলিশ ৷ পুলিশ এসে ইঞ্জিন ট্রলিটিকে আটক করলেও গাড়ির চালক পলাতক । দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ ৷ পাশপাশি পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ আহতদের সঙ্গে কথা বলে দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা জানার চেষ্টা করছে স্থানীয় পুলিশ ৷