পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident : ডেবরায় পথ দুর্ঘটনা, আহত 45 জন তৃণমূল সমর্থক - আহত তৃণমূল সমর্থক

দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় আহত হলেন 45 জন তৃণমূল সমর্থক ৷ হাসপাতালে চিকিৎসাধীন 10 ৷

Road Accident
ডেবরায় পথ দুর্ঘটনা, আহত 45 জন তৃণমূল সমর্থক

By

Published : Nov 15, 2021, 3:42 PM IST

ডেবরা, 15 নভেম্বর: ডেবরায় পথ দুর্ঘটনায় আহত হলেন 45 জন তৃণমূল সমর্থক ৷ তাঁদের মধ্যে 8 জন মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । 2 জন ভর্তি রয়েছেন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ৷

রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আলোককেন্দ্র বাজার সংলগ্ন এলাকায়। আহতদের প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত 8 জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার বিকেলে ডেবরা ব্লক তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল।

আরও পড়ুন : Dilip Ghosh : সরকারি পদে অভিজ্ঞদের মেয়াদ বাড়ানোয় কোনও সমস্যা নেই : দিলীপ

জানা গিয়েছে, সেই মিছিলে যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থক বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনায় 45 জন তৃণমূল কর্মী-সমর্থক আহত হন। এদের মধ্যে 8 জনকে গুরুতর অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতেই আহত তৃণমূল কর্মীদের হাসপাতালে দেখতে যান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরা। তিনি আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details