ডেবরা, 15 নভেম্বর: ডেবরায় পথ দুর্ঘটনায় আহত হলেন 45 জন তৃণমূল সমর্থক ৷ তাঁদের মধ্যে 8 জন মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । 2 জন ভর্তি রয়েছেন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ৷
রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আলোককেন্দ্র বাজার সংলগ্ন এলাকায়। আহতদের প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত 8 জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার বিকেলে ডেবরা ব্লক তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল।