চন্দ্রকোনা, 3 জুন: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রাইলা গ্রাম থেকে কাজের জন্য চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চন্দ্রকোনার একই পরিবারের চারজন ৷ শুক্রবার সন্ধে নাগাদ ওড়িশার বালাসোরে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। একই পরিবারেরর চার পরিযায়ী শ্রমিকের দাবি, তাঁরা যে ট্রেনের কামরাটিতে ছিলেন সেটি দুর্ঘটনার অভিঘাতে উলটে পড়ে, সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন কয়েকজন। আহত হয়ে স্থানীয় মানুষের সহযোগিতায় বাড়ি ফিরলেও, চোখে মুখে আতঙ্কের ছায়া স্পষ্ট। একই পরিবারের 4 সদস্য ছিলেন এস-5 ট্রেনের কামরায়।
চোখের সামনে দেখা ভয়াবহ ঘটনার ছাপ চোখেমুখে স্পষ্ট চন্দ্রকোনার রাইলা গ্রামের এই চার যুবকের। সকালে এই চার যুবকের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া। কথা বলেন চারজনের সঙ্গে ৷ পাশাপাশি পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে অভয় দেন ও তাঁদের এবং পাশে থাকার বার্তা দেন। অন্যদিকে মারা গিয়েছেন নিখোঁজ বিজয় মণ্ডল। আহত অবস্থায় ওই চারজন যুবক শনিবার সকালে বাড়ি ফেরেন। সকালে তাদের বাড়ি দেখা করতে যান চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া। আহত চার যুবককে নিয়ে তিনি ঘাটাল মহকুমা হাসপাতালে যান ৷