পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tractor-Ambulance Collide : সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা, আহত 4 - সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফেরার অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা

হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স। আশঙ্কাজনক অবস্থায় ওই দম্পতি, সদ্যোজাত এবং অ্যাম্বুলেন্সের চালক হাসপাতালে চিকিৎসাধীন (Collision of Tractor and Ambulance) ।

Collision of Tractor and Ambulance
ট্রাক্টর-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, আহত সদ্যজাত-সহ 4

By

Published : May 1, 2022, 10:31 PM IST

Updated : May 1, 2022, 10:47 PM IST

ক্ষীরপাই, 1 মে : হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স । রবিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-ক্ষীরপাই রাজ্য সড়কের ক্ষীরপাই ঘুঘুডাঙ্গা এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ গুরুতর আহত অবস্থায় আহত দম্পতি, সদ্যোজাত ও অ্যাম্বুলেন্সের চালক হাসপাতালে চিকিৎসাধীন (Collision of Tractor and Ambulance) ৷

জানা গিয়েছে, রবিবার বিকেল নাগাদ ঘাটাল হাসপাতাল থেকে 102 মাতৃযান সরকারি অ্যাম্বুলেন্সে করে সদ্যোজাত শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন গড়বেতা থানার খড়কুশমার বাসিন্দা ওমর ফারুক ও তাঁর স্ত্রী । সেই সময়ে ঘাটাল-ক্ষীরপাই রাজ্য সড়কের ঘুঘুডাঙ্গা এলাকায় ধান বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই অ্যাম্বুলেন্সের । এই দুর্ঘটনায় গুরুতর আহত হয় সদ্যোজাত-সহ মা ও বাবা । দুর্ঘটনা বুঝতে পেরেই উদ্ধার কার্যে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা ৷

ট্রাক্টর-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, আহত সদ্যজাত-সহ 4

আরও পড়ুন:Ultadanga Road Accident : উল্টোডাঙা উড়ালপুলে পথ দুর্ঘটনা, আহত বাইক আরোহী

স্থানীয়দের সহযোগিতায় ও ক্ষীরপাই ফাঁড়ির পুলিশের সাহায্যে আহতদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট গোটা এলাকায় । দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিও উদ্ধার করেছে পুলিশ ৷

Last Updated : May 1, 2022, 10:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details