পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তায় পড়ে থাকা মুরগি কুড়োতে গিয়ে মৃত 4

চন্দ্রকোনা রাজ্য সড়কের কুঁয়াপুর এলাকায় পড়ে থাকা মুরগি নিতে গিয়ে প্রাণ হারাল চার জন । ঘটনায় আহত তিন ।

রাস্তায় পড়ে থাকা মুরগি কুড়োতে গিয়ে মৃত 4, আহত 3
রাস্তায় পড়ে থাকা মুরগি কুড়োতে গিয়ে মৃত 4, আহত 3

By

Published : Mar 6, 2021, 5:43 PM IST

চন্দ্রকোনা, 6 মার্চ : রাস্তায় পড়ে রয়েছে খাঁচা ভর্তি মুরগি । আর তা নিতে গিয়েই প্রাণ হারালেন চার । আহত আরও তিন । গতরাতে ঘাটালের চন্দ্রকোনা রাজ্য সড়কের কুঁয়াপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে । খবর পয়ে ঘটনাস্থানে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ ।

গত রাতে রাস্তায় খাঁচা ভর্তি মুরগির একটি গাড়ি উলটে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । মুরগিগুলি নেওয়ার জন্য বচসা বাধে তাঁদের মধ্যে । এমন সময় একটি ধান বোঝাই গাড়ি স্থানীয়দের ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তিন জনের । আহত হয় কয়েকজন । আহতদের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ।

আরও পড়ুন : বিষ্ণুপুরে পথ দুর্ঘটনা

পরে সেখান থেকে তাঁদের কলকাতা স্থানান্তর করা হয় । কলকাতার হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের ।

পুলিশ জানায়, ঘটনাস্থানে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । গাড়ির চালককে আটক করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে ধান বোঝাই গাড়িটি ।

ABOUT THE AUTHOR

...view details