পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kharagpur IIT Covid Infection : খড়গপুর আইআইটিতে 30 পড়ুয়া কোভিড আক্রান্ত - Kharagpur IIT Covid Infection

গত 26 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত খড়গপুর আইআইটি-তে প্রবেশ করেছিলেন প্রায় সাড়ে তিন হাজার পড়ুয়া । তাঁদের মধ্যেই 30 জন আক্রান্ত বলে খবর (30 students of kharagpur iit covid positive) ৷

30-students-of-kharagpur-iit-covid-positive
Kharagpur IIT Covid Infection : খড়গপুর আইআইটিতে 30 পড়ুয়া কোভিড আক্রান্ত

By

Published : Jan 3, 2022, 8:11 PM IST

খড়গপুর, 3 জানুয়ারি : ফের করোনার থাবা খড়গপুর আইআইটিতে ৷ একসঙ্গে প্রায় 30 জন পড়ুয়া আক্রান্ত (30 students of kharagpur iit covid positive) । আইআইটি সূত্রের খবর, এসব পড়ুয়াদের আলাদা করে রেখে বারবার পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে ।

গত 26 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত খড়গপুর আইআইটিতে প্রবেশ করেছিলেন প্রায় সাড়ে তিন হাজার পড়ুয়া । যার মধ্যে বেশিরভাগই ছিলেন বি টেক দ্বিতীয়বর্ষের । তাঁরা এই প্রথম শিক্ষাঙ্গনে প্রবেশ করেছেন এবং তাঁদের মধ্যে থেকেই এই কোভিড পজিটিভ দেখা দিয়েছে বলে খবর ।

আইআইটি সূত্র অনুযায়ী, এই সাড়ে তিন হাজার পড়ুয়া অবশ্য তাঁদের করোনার ভ্যাকসিনের দু’টি ডোজের সার্টিফিকেট এবং আরটিপিসির টেস্টের নেগেটিভ রিপোর্ট জমা দেন ৷ এরপর তাঁদের জেলা স্বাস্থ্য দফতর থেকে কোভিডের পরীক্ষা করানো হয় ৷ তখনই দু’জনের পজিটিভ রিপোর্ট আসে ৷ সেখান থেকেই উদ্বেগ ছড়াতে শুরু করে ৷ তারই মধ্যে আরও 28 জনের সংক্রমণের পজিটিভ রিপোর্ট আসে ৷

যদিও এই কোভিড পজিটিভ পড়ুয়াদের বেশিরভাগই হল উপসর্গহীন । আইআইটি তরফের খবর, তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং সেই পড়ুয়াদের আলাদা করে নিভৃতবাসে রাখা হয়েছে । তাঁদের ব়্যানডম টেস্ট করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ।

আইআইটি সূত্রে খবর, বর্ষবরণ অনুষ্ঠান সম্পূর্ণ কাটছাঁট করা হয়েছিল ৷ প্রায় তিন দিন কার্ফু জারি ছিল আইআইটিতে ৷ যাতে ছাত্ররা একসঙ্গে জমায়েতে না হন, সেদিকেও নজর ছিল ৷ সেই সময়সীমা শেষ হয়েছে আজ সকালে । তারপরও এই ঘটনা চিন্তা বাড়িয়েছে আইআইটি কর্তৃপক্ষের ৷

গত বছর এক এক করে অধ্যাপক, আইআইটির কর্মী ছাত্র-সহ অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে তাঁরা সুস্থ হয়ে উঠেছেন ।

আরও পড়ুন :Covid Restrictions in Raiganj : রায়গঞ্জে মাস্ক না পরায় খুলে দেওয়া হল সাইকেলের হাওয়া, আটক 15

অন্যদিকে গত 24 ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে মাত্র 15 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে । গত 24 ঘণ্টায় জেলায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি । তবে জেলায় করোনা শয্যা ফের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন । সূত্রের খবর, শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল ও ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল আবার করোনার চিকিৎসার জন্য বরাদ্দ হচ্ছে ৷ এছাড়াও, ঘাটাল মহকুমা হাসপাতালেও করোনা শয্যা পুনরায় চালু করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details