পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খড়গপুরে ছিনতাই করে পালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু 3 কিশোরের - দুর্ঘটনায় মৃত্যু

খড়গপুরে ছিনতাই করে পালাতে গিয়ে দুর্ঘটনায় (Kharagpur Accident) মর্মান্তিক মৃত্যু হল 3 কিশোরের ৷ পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার খড়গপুরে সতকুইয়ের ঘটনা ৷

3 youth died in a fatal accident when they were escaping after snatching
খড়গপুরে ছিনতাই করে পালাতে গিয়ে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু 3 কিশোরের

By

Published : Jul 22, 2021, 5:34 PM IST

খড়গপুর, 22 জুলাই: ছিনতাই করে পালানোর সময় মর্মান্তিক পথদুর্ঘটনায় (Kharagpur Accident) প্রাণ গেল তিনজন কিশোরের ৷ ইদের সন্ধেতে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার খড়গপুর গ্রামীণ থানার সতকুইয়ে 60 নং জাতীয় সড়কের উপর ঘটে এই দুর্ঘটনা ৷

ঘটনাস্থলেই মারা যায় দুই কিশোর ৷ রাস্তায় পড়ে ছিল তাদের ছিন্নভিন্ন দেহ । একজনকে গুরুতর জখম অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে পরের দিন তার মৃত্যু হয় ৷ অভিযোগ, ওই তিন কিশোর ছিনতাই করে পালাচ্ছিল মেদিনীপুরের দিকে ।

জানা গিয়েছে, মেদিনীপুর সদর ব্লকের রামনগর এলাকার বাসিন্দা মৃত 3 কিশোরের নাম সাজাহান খান (13), শেখ নাসির আলম (16) ও শেখ শহিদ (16)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৬.30টা-৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে । ওই একই সময়ে খড়গপুর শহরের টাউন থানার অন্তর্গত ইন্দা এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে । এক মহিলার হাত থেকে মানি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ৩ স্কুটি আরোহী । ছিনতাইবাজরা মেদিনীপুর শহরের দিকেই স্কুটি নিয়ে পালাচ্ছিল । তাদের পিছু ধাওয়া করে পুলিশের একটি গাড়ি এবং কয়েকজন যুবক । তারপরই সতকুই পেট্রল পাম্পের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তিন কিশোর ৷ বুধবার রাতে পুলিশ নিশ্চিত হয় মৃতরাই সেই ছিনতাইবাজ । কারণ অভিযোগকারিণী দুর্ঘটনাগ্রস্ত স্কুটি ও 3 কিশোরকে শনাক্ত করতে পেরেছেন ।

আরও পড়ুন:উচ্চ মাধ্যমিকে পাশের হার 97.69%; প্রথম দশে 86, প্রথম মুসলিম কন্যা

গতকাল সন্ধেয় দুর্ঘটনাটি ঘটার পর আক্রান্ত ৩ কিশোরই মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিনা তা প্রথমে নিশ্চিত হওয়া যায়নি । এরপর খড়্গপুর ইন্দা নিউ টাউনের ওই মহিলা যখন পরিবারের সদস্যদের নিয়ে টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ছিনতাইকারীদের বর্ণনা দেন, তখনই পুলিশ কিছুটা নিশ্চিত হয় যে ওই 3 কিশোরই এই ঘটনার সঙ্গে জড়িত ।

এরপর অভিযোগকারিণী সুপ্রিয়া প্রামাণিক দুর্ঘটনাগ্রস্ত স্কুটি ও মৃতদের শনাক্ত করলে এবং এলাকার বিভিন্ন CCTV ফুটেজ দেখে টাউন থানার পুলিশ নিশ্চিত হয় যে, বছর 15-16'র ওই তিন কিশোরই অভিযুক্ত ছিনতাইবাজ । গতকাল 2 জনের পর আজ সকালে আহত ও তৃতীয় কিশোর শেখ শহিদেরও মৃত্যু হয় বলে পুলিশ জানতে পারে ।

আরও পড়ুন:পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর, দাবি মমতার

অভিযোগকারিণী সুপ্রিয়া প্রামাণিক বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, ইন্দার এসবিআই এটিএম থেকে টাকা তুলে তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন ৷ সেই সময়ই পেছনের দিক থেকে একটি কালো রঙের স্কুটিতে চেপে এসে ওই তিন কিশোর তাঁর টাকা ও চারটি এটিএম কার্ড সমেত ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । ভর সন্ধ্যায় ব্যস্ততম এলাকায় এই ঘটনা ঘটে যাওয়ায় হতবাক হয়ে যান সকলে । এরপরই স্থানীয় কিছু যুবক বাইক নিয়ে ওই তিন ছিনতাইকারীকে ধাওয়া করেন ।

কিছুক্ষণের মধ্যে একটি পুলিশের গাড়ি সেখানে পৌঁছলে ওই মহিলা তাদের সব জানান । পুলিশও গাড়ি নিয়ে মেদিনীপুরের দিকে রওনা দেয় । কয়েক মিনিটের মধ্যেই ওই দুর্ঘটনার খবর মেলে ।

আরও পড়ুন:জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, হাইকোর্টে সওয়াল অভিষেক মনু সিংভির

খড়গপুরে এ ভাবে ছিনতাই বেড়ে যাওয়ায় ওই মহিলা-সহ সাধারণ মানুষ আতঙ্কিত । বছর 35-এর সুপ্রিয়া বললেন, "আমি এখনও আতঙ্কের মধ্যে আছি।" পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুপ্রিয়া দেবীর ব্যাগ ও টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে । টাউন থানার পুলিশ জানিয়েছে যে, বিগত কয়েকদিনে একাধিক ছিনতাইয়ের ঘটনা যেমন ঘটেছে, তেমনই অনেক ছিনতাইবাজকে পাকড়াও করা হয়েছে । গতকালও পুলিশ ছিনতাইকারীদের ধরে ফেলত । তবে পুলিশ তাদের গ্রেফতার করার আগেই চরমতম শাস্তি পেয়ে গেল ওই তিন কিশোর ।

ABOUT THE AUTHOR

...view details