খড়গপুর, 22 জুলাই: ছিনতাই করে পালানোর সময় মর্মান্তিক পথদুর্ঘটনায় (Kharagpur Accident) প্রাণ গেল তিনজন কিশোরের ৷ ইদের সন্ধেতে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার খড়গপুর গ্রামীণ থানার সতকুইয়ে 60 নং জাতীয় সড়কের উপর ঘটে এই দুর্ঘটনা ৷
ঘটনাস্থলেই মারা যায় দুই কিশোর ৷ রাস্তায় পড়ে ছিল তাদের ছিন্নভিন্ন দেহ । একজনকে গুরুতর জখম অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে পরের দিন তার মৃত্যু হয় ৷ অভিযোগ, ওই তিন কিশোর ছিনতাই করে পালাচ্ছিল মেদিনীপুরের দিকে ।
জানা গিয়েছে, মেদিনীপুর সদর ব্লকের রামনগর এলাকার বাসিন্দা মৃত 3 কিশোরের নাম সাজাহান খান (13), শেখ নাসির আলম (16) ও শেখ শহিদ (16)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৬.30টা-৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে । ওই একই সময়ে খড়গপুর শহরের টাউন থানার অন্তর্গত ইন্দা এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে । এক মহিলার হাত থেকে মানি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ৩ স্কুটি আরোহী । ছিনতাইবাজরা মেদিনীপুর শহরের দিকেই স্কুটি নিয়ে পালাচ্ছিল । তাদের পিছু ধাওয়া করে পুলিশের একটি গাড়ি এবং কয়েকজন যুবক । তারপরই সতকুই পেট্রল পাম্পের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তিন কিশোর ৷ বুধবার রাতে পুলিশ নিশ্চিত হয় মৃতরাই সেই ছিনতাইবাজ । কারণ অভিযোগকারিণী দুর্ঘটনাগ্রস্ত স্কুটি ও 3 কিশোরকে শনাক্ত করতে পেরেছেন ।
আরও পড়ুন:উচ্চ মাধ্যমিকে পাশের হার 97.69%; প্রথম দশে 86, প্রথম মুসলিম কন্যা
গতকাল সন্ধেয় দুর্ঘটনাটি ঘটার পর আক্রান্ত ৩ কিশোরই মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিনা তা প্রথমে নিশ্চিত হওয়া যায়নি । এরপর খড়্গপুর ইন্দা নিউ টাউনের ওই মহিলা যখন পরিবারের সদস্যদের নিয়ে টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ছিনতাইকারীদের বর্ণনা দেন, তখনই পুলিশ কিছুটা নিশ্চিত হয় যে ওই 3 কিশোরই এই ঘটনার সঙ্গে জড়িত ।