দাসপুর 19 মে : মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দাসপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে ঘাটাল পৌরসভার ভাইস চেয়ারম্যান (3 TMC workers including Ghatal municipality vice chairman injured in a road accident) । জখম ভাইস চেয়ারম্যান-সহ আরও দুই তৃণমূল কর্মী । দুর্ঘটনার পর আহতদের ভর্তি করা হয় হাসপাতালে ৷ আহতদের দেখতে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
বুধবার দুপুর নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর থানার বৈকণ্ঠপুর এলাকায় । ঘটনা ক্রমে জানা যায়, মেদিনীপুর থেকে ঘাটালের দিকে যাচ্ছিল ওই প্রাইভেট গাড়িটি ৷ হঠাৎই চলন্ত গাড়িটির টায়ার ফেটে গিয়ে রাস্তার উপর উল্টে পড়ে ৷ গাড়িতে ছিলেন চারজন । দুর্ঘটনায় গুরুতর আহত হন সবাই । ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।