চন্দ্রকোনা, 29 ডিসেম্বর : পিকনিকে এসে স্নান করতে বেরিয়ে নিখোঁজ তিন বন্ধু ৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার জাড়া এলাকার ৷ ওই তিন যুবকের নাম শোভনকান্তি রায়, অর্ক রায় ও শুভজিৎ মঙ্গল ৷ তাঁরা খালে তলিয়ে গেছেন বলে আশঙ্কা ৷ উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ৷
পিকনিকে এসে নিখোঁজ 3 বন্ধু - পিকনিকে এসে তলিয়ে গেল 3 যুবক
স্নান করতে যাওয়ার কথা বলে নিখোঁজ 3 বন্ধু ৷ খালের ধারে পাওয়া গেল পোশাক, জুতো ৷ তাঁরা জলে তলিয়ে গেছেন বলে আশঙ্কা পুলিশের ৷
ওই 3 যুবক জাডা এলাকারই বাসিন্দা ৷ তিনজনের মধ্যে শোভনকান্তি কলেজে পড়ান, অর্ক রায় বেসরকারি সংস্থায় কর্মরত এবং শুভজিৎ মাস কমিউনিকশনের ছাত্র ৷ গতকাল মোট আটজন জাড়া এলাকার কাতারডাঙায় পিকনিক করছিলেন ৷ সেইসময় ওই 3 জন পিকনিকস্থান থেকে কিছুটা দূরে কেঠিয়া খালে স্নান করতে যাওয়ার কথা বলে বেরোন ৷ সন্ধ্যা হয়ে গেলেও তিন বন্ধু না ফেরায় বাকিরা খোঁজ শুরু করেন ৷ কেঠিয়া খালের ধারে তিনজনের পোশাক, জুতো পাওয়া যায় ৷ তবে তাঁদের কোথাও দেখা যায়নি ৷ সঙ্গে সঙ্গে স্থানীয়দের বিষয়টি জানান বাকি 5 জন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে চন্দ্রকোনা থানার পুলিশ ৷ আলো জ্বেলে পুলিশ ও স্থানীয়রা খালের জলে খোঁজার চেষ্টা করলেও তিনজনের কোনও হদিশ পাওয়া যায়নি ৷
পুলিশের প্রাথমিক অনুমান, ওই তিনজন মদ খেয়ে জলে স্নান করতে নেমে তলিয়ে যেতে পারে ৷ উদ্ধারকাজ চলছে ৷