চন্দ্রকোণা, 29 ডিসেম্বর : খাল থেকে উদ্ধার হল তিন যুবকের দেহ ৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার জাড়া এলাকার ৷ গতকাল পিকনিকে গিয়ে স্নান করতে নেমে খালে তলিয়ে যায় 3 জন ৷ তাদের নাম শোভনকান্তি রায়, অর্ক রায় ও শুভজিৎ মঙ্গল । আজ সকালে তাদের দেহ উদ্ধার হয় । চন্দ্রকোণা থানার পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ৷
পিকনিকে গিয়ে খালে তলিয়ে গিয়েছিল তিন যুবক, আজ দেহ উদ্ধার - Picnic
তকাল রাত থেকে পুলিশ ও স্থানীয়রা খালে তল্লাশি শুরু করে । কিন্তু তাঁদের কোনও হদিশ মেলেনি ৷ আজ সকাল থেকে ফের তল্লাশি শুরু করে পুলিশ ৷ খড়গপুর সিভিল ডিফেন্সের টিম বোট নামিয়ে তল্লাশি শুরু করে ৷ প্রথমে অর্ক রায়ের দেহ উদ্ধার হয় ৷ পরে উদ্ধার হয় বাকি দুইজনের দেহ ৷
চন্দ্রকোণার কাতারডাঙ্গা এলাকায় গতকাল পিকনিক করতে যায় আট বন্ধু ৷ তাদের মধ্যে শোভন, অর্ক ও শুভজিৎ পিকনিক স্পট থেকে কিছুটা দূরে কেঠিয়া খালে স্নান করতে নেমেছিল ৷ সন্ধ্যা গড়িয়ে গেলেও তিন বন্ধু না ফেরায় বাকিরা খোঁজ শুরু করে ৷ খালের ধারে তিনজনের পোশাক ও জুতো পড়ে ছিল । এরপর খবর পাঠানো হয় চন্দ্রকোনা থানায় ৷
গতকাল রাত থেকে পুলিশ ও স্থানীয়রা খালে তল্লাশি শুরু করে । কিন্তু তাঁদের কোনও হদিশ মেলেনি ৷ আজ সকাল থেকে ফের তল্লাশি শুরু করে পুলিশ ৷ খড়গপুর সিভিল ডিফেন্সের টিম বোট নামিয়ে তল্লাশি শুরু করে ৷ প্রথমে অর্কর দেহ উদ্ধার হয় ৷ পরে উদ্ধার হয় বাকি দুইজনের দেহ ৷