পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত ৩, আহত ১ - injured 1

বাইক দুর্ঘটনায় মৃত্যু হল 3 বন্ধুর ৷ আহত 1 ৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বুধরাতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ জানা গিয়েছে, বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে ৷

বিয়ে বাড়ি থেকে ফেরার বাইক দুর্ঘটনায় মৃত ৩, আহত ১
বিয়ে বাড়ি থেকে ফেরার বাইক দুর্ঘটনায় মৃত ৩, আহত ১

By

Published : Apr 29, 2021, 2:31 PM IST

ঘাটাল, 29 এপ্রিল : ঘাটালে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত 3, আহত 1 ৷ মৃতদের নাম গৌতম দোলুই (26), কার্তিক সাতিক(25) ও বিবেক শাঁসমল(24) । তিনজনেরই বাড়ি ঘাটাল শহরের 7 নম্বর ওয়ার্ডের কিসমত রামচন্দ্রপুরে ।

বুধবার গভীর রাতে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের তিন যুবক ৷ আহত এক ৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ঘাটাল থানার পালপুকুর এলাকায় । জানা গিয়েছে, ঘাটাল থানার পালপুকুরে বন্ধুর বাড়ি বৌভাত খেতে গিয়েছিলেন 4 যুবক । সেখান থেকে রাতে ওই 4 বন্ধু বাইকে করে ফিরছিলেন । ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে তাঁদের বাইক । ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌতম ও কার্তিকের । আশঙ্কাজনক অবস্থায় বিবেককে ও একজনকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিবেককে কলকাতার হাতপাতালে স্থানান্তরিত করার পথেই মৃত্যু হয় তাঁর । তিন বন্ধুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।

পুলিশ সূত্রে খবর,তাঁরা একই বাইকে করে চারজন ফিরছিল ৷ এই চার বন্ধু মদ্যপ ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ । বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে । নিহত,আহত কারও মাথায় হেলমেট ছিল না ৷ কিভাবে একটি বাইকে করে চারজন ফিরছিল তার তদন্তে নেমেছে ঘাটাল থানার পুলিশ ।

আরও পড়ুন :মা-মেয়েকে ছুরি মারার অপরাধে আটক যুবক

ABOUT THE AUTHOR

...view details